Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটকোনওক্রমে ফলোঅন বাঁচাল ভারত, চতুর্থ দিনের শেষে ২৫২-৯, হাতে আর একদিন

কোনওক্রমে ফলোঅন বাঁচাল ভারত, চতুর্থ দিনের শেষে ২৫২-৯, হাতে আর একদিন

অলস্পোর্ট ডেস্ক: ফলোঅন বাঁচালেন ভারতে টেলএন্ডাররা। বর্ডার-গাভাস্কর ট্রফি ২০২৪-এর তৃতীয় দিন ভারত শেষ করেছিল ১৭ ওভারে ৫১-৪-এ। বৃষ্টির জন্য আগে খেলা বন্ধ হয়ে যায়। চতুর্থদিনও ভেজা আউটফিল্ডের জন্য খেলা শুরু করতে সমস্যা দেখা দেয়। চতুর্থদিন কেএল রাহুল ৩৩ ও অধিনায়ক রোহিত শর্মা খালি হাতেই ব্যাট করতে নেমেছিলেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া থেমেছিল ৪৪৫ রানে। সেই লক্ষ্যে নেমে আবারও ব্যর্থ রোহিত।

আগের দিনই ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শুভমাান গিল ও ঋষভ পন্থ। বড় রান করতে হলে রাহুল-রোহিত জুটির কাছ থেক একটাবড় পার্টনারশিপ দরকার ছিল। কিন্তু রোহিত শর্মা মাত্র ১০ রানেই ফিরে গেলেন প্যাভেলিয়নে।

তিন ইনিংস পর আবার রান পেলেন লোকেশ রাহুল। সাত নম্বরে নেমে তাঁর সঙ্গে লড়াই শুরু করেন রবীন্দ্র জাডেজা। ১৩৯ বলে আটটি বাউন্ডারি হাঁকিয়ে ৮৪ রান করলেন কেএল রাহুল। ১২৩ বলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৭ রানের ইনিংস খেলেন জাডেজা। এছাা ননীতীশ কুমার রেড্ডি ১৬, মহমম্দ সিরাজ ১, রান করে আউট হন। যশপ্রীত বুমরাহ ১০ ও আকাশদীপ ২৭ রান করে অপরাজিত রয়েছেন। দিনের শেষে ভারত ২৫২-৯। ৭৪.৫ ওভারে খেলা থামাতে বাধ্য হন রেফারি ব্যাড লাইটের কারণে।

অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট তুলে নেন প্যাট কামিন্স। তিন উইকেট নেন মিচেল স্টার্ক ও একটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও নাথান লিয়ঁ। শেষ দিন ভারতের ঝুলিতে আর কত রান যোগ করতে পারেন বুমরাহ, আকাশদীপ সেটাই দেখার। তবে এই ম্যাচের যা পরিস্থিতি তাতে তা ড্রয়ের দিকেই এগোচ্ছে ধরে নেওয়া যায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments