অলস্পোর্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও সামনে এসেছে যা হাস্যকর, আবার অদ্ভুতও। টিম ইন্ডিয়ার ত্রয়ী বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কেএল রাহুল এই ঘটনা ঘটিয়েছেন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করার পরে ওডিআই সিরিজের ট্রফি নিয়ে উচ্ছ্বাসের পর তার মাঠেই ভুলে গিয়েছিলেন। আহমেদাবাদে তৃতীয় ও শেষ ম্যাচে রোহিত ব্রিগেড ১৪২ রানে জয়ের পর ভারত বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে ক্লিনসুইপ করতে সক্ষম হয়েছে। ক্রিকেটাররা দলের জয় উদযাপন করার সময়, একটি ভিডিওতে দেখা গিয়েছে যে রোহিত, রাহুল এবং কোহলি ট্রফির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু সেটি যে তাঁদের নিয়ে যেতে হবে সেটা ভুলে গিয়েছিলেন। ভিডিও দেখে মনে হচ্ছে রোহিতের ই বিষয়টি প্রথম মনে পড়ে এবং তিনি আর কেএল রাহুল সেটা নিয়ে ফিরে যান।
“ওরা ট্রফি ভুলে গেছে!”, ভিডিওটি শেয়ার করার সময় এক ফ্যান লিখেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
৩ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করেই জয় তুলে নিয়েছে, যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেট দলকে আত্মবিশ্বাসী করবে তো বটেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার