অলস্পোর্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৩১ বছর বয়সী এক ডাক্তারের ভয়ঙ্কর ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখা গিয়েছে বিশ্ব জুড়ে। এমন ঘটনা যা দেশের গণ্ডি পেরিয়ে নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে এবং সর্বত্র প্রতিবাদের বিস্ফোরণ দেখা গিয়েছে। সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভে চিকিৎসকরা নিরাপত্তার দাবি জানিয়েছেন। সব পেশার মানুষ সামিল হয়েছেন এই প্রতিবাদে। বলিউডের সেরা তারকারা এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু তেমনভাবে কোনও ক্রীড়াবিদকে দেখা যায়নি বিষয়টি নিয়ে প্রতিবাদে সামিল হতে।
এর মধ্যেই প্রতিবাদের বার্তা পাওয়া গেল ভারতীয় ক্রিকেট দলের তারকা মহম্মদ সিরাজের ইনস্টাগ্রাম পোস্টে। সারা দেশে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পোস্ট করেছেন তিনি। আশা করা যায় এর পর এক এক করে সকলেই তাঁদের মতামত জানাবেন। কিছুদিন আগেই টি২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরা ভারতীয় ক্রিকেট দলকে যে অভ্যর্থনা দিয়েছিল দেশের মানুষ তা না দেখলে বোঝা মুশকিল। সেই তালিকায় হয়তো এই মেয়েটিও ছিল। তিনিও হয়তো এই কলকাতা শহরের কোথাও বসে রোহিত, বিরাটদের জন্য গলা ফাটিয়েছিলেন। এবার আপনাদের সময়। ফিতেটা কেটে দিয়েছেন সিরাজ।
তিনি ধর্ষণের খবরের বেশ কিছু শিরোনাম নিয়ে একটি কোলাজ শেয়ার করেছেন এবং তারপর লিখেছেন, “এবার আপনি কী অজুহাত দেখাবেন বা এটি এখনও তার দোষ, কারণ পুরুষরা পুরুষই, তাই না?”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার