অলস্পোর্ট ডেস্ক: কটকের বারাবটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ের এক দিন আগে, শনিবার ভারতীয় ক্রিকেট দলের তিন খেলোয়াড় পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন এবং সেখানে তাঁরা পুজো দেন। তিন খেলোয়াড় – ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্থী এবং অক্ষর প্যাটেল – কড়া নিরাপত্তার মধ্যে খুব ভোরে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা কর্মীরা সঙ্গে ছিলেন এবং খুব সুষ্ঠভাবে সব বিষয়টি সম্পন্ন হয়। “খুব ভাল দর্শন হয়েছে,” ওয়াশিংটন সুন্দর বলেছেন।
বিকেলে নেট অনুশীলনের জন্য ভারতীয় ক্রিকেট দলের কটকের বারাবটি স্টেডিয়ামে যাওয়ার কথা রয়েছে।
ভুবনেশ্বর এবং কটকের মধ্যে খেলোয়াড়দের চলাচলের জন্য পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে।
ভুবনেশ্বর-কটকের পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং বলেছেন, খেলোয়াড়রা শনিবার অনুশীলনের জন্য কটকের বারাবটি স্টেডিয়ামে যাবে।
সাধারণ মানুষের সুবিধার্থে ট্রাফিক অ্যাডভাইজরি জারি করা হয়েছে। পুলিশ কমিশনার বলেন, “প্রায় ৫০ প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার