অলস্পোর্ট ডেস্ক: ভারতের পেসার আকাশ দীপ বৃহস্পতিবার পিঠের স্টিফনেসের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার থেকে শুরু হতে চলা পঞ্চম ও শেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন। আকাশ এখনও পর্যন্ত ব্রিসবেন ও মেলবোর্নে দু’টি টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন। দু’টি ম্যাচে তাঁর বোলিং থেকে একাধিক ক্যাচ মিস হওয়ায় তাঁর উইকেট সংখ্যা বাড়েনি না হলে তিনি আরও বেশি উইকেট লিখে নিতে পারতেন নিজের নামের পাশে। সিডনিতে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ভারতের কোচ গৌতম গম্ভীর বলেন, “আকাশ দীপ পিঠের সমস্যা নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছ।”
গম্ভীর এদিন জানিয়েছেন, পিচ দেখে তারপর শেষ টেস্টের প্রথম একাদশ নির্ধারণ করা হবে।
২৮ বছর বয়সী এই ডানহাতি পেসার দু’টি টেস্ট ম্যাচে মোট ৮৭.৫ ওভার বোলিং করেছেন। শক্ত অস্ট্রেলিয়ান মাঠের কারণে পেসারদের হাঁটু, গোড়ালি এবং পিঠের সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আকাশের জায়গায় হর্ষিত রানা বা প্রসিধ কৃষ্ণ প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন।
ভারত পাঁচ ম্যাচের সিরিজে ১-২-এ পিছিয়ে রয়েছে এবং বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে পঞ্চম ও শেষ ম্যাচটি জিততেই হবে।
এদিকে অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে অলরাউন্ডার মিচেল মার্শ খারাপ ফর্মের কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে অংশ নেবেন না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার