অলস্পোর্ট ডেস্ক: একে তো বিশ্বকাপ সেমিফাইনাল, তার উপর প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ও সব থেকে বেশিবারের আইসিসি মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। যাদের কাছে গ্রুপ লিগের ম্যাচে হারতে হয়েছে ভারতকে। এখানেই শেষ নয়, সঙ্গে দোসর বৃষ্টি তো ছিলই। আর শেষ লিগ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়ে ছিটকে গিয়েছেন প্রতিকা রাওয়াল। সব মিলে অনেকটাই ব্যাকফুটে থেকেই ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নেমেছিলেন হরমনপ্রীতরা। তবে পক্ষে যেটা ছিল, সেটা হল গ্যালারি থেকে ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ চিৎকার। যা ভারতের মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট হতেই পারত। কিন্তু টস হেরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ফিল্ডিং করতে নেমে অজিদের কম রানে আটকাতে ব্যর্থ ভারত। যার ফল পুরো চাপটা অনেক বড় হয়ে দেখা দিল ব্যাটারদের সামনে। আর সেখানেই বাজিমাত জেমিমা, হরমনপ্রীতদের। ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতে ফাইনালে ভারত।
বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক এলিসা হিলি দুই ম্যাচে চোটের জন্য না খেলতে পারার পর এই ম্যাচে ফিরেছিলেন মাঠে। যদিও তাঁর ব্যাট থেকে এদিন রান আসেনি। তিনি ৫ রানে আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার রানকে রীতিমতো পাহাড়ে পৌঁছে দেন আর এক ওপেনার ফোবে লিচফিল্ড ও তিন নম্বরে ব্যাট করতে নামা এলিস পেরি। তার মাঝেই বৃষ্টি এসে থমকে দেয় খেলা। পূর্বাভাস ছিলই। সেই মতো একাধিকবার বৃষ্টি বিঘ্ন ঘটালো ম্যাচে। তার মধ্যেই অস্ট্রেলিয়ার রান ৩০০-র গন্ডি পেরিয়ে গেল। ফোবে লিচফিল্ড ৯৩ রানে ১১৯ রানের ইনিংস খেললেন। তাঁকে যোগ্য সঙ্গল এলিস পেরির ৭৭ রানের ইনিংসের।
তিন উইকেটে ২২০ রান করে ফেলেছিল অস্ট্রেলিয়া। এর পর বেথ মুনি ২৪, অ্যানাবেল সাদারল্যান্ড ৩, অ্যাশলে গার্ডনার ৬৩, তাহিলা ম্যাকগ্রা ১২, কিম গার্থ ১৭, আলানা কিং ৪ ও সোফি ০ রানে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন মেগান শুট। ৪৯.৫ ওভারে ৩৩৮ রানে থামে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে ম্যাচ সাময়িক বন্ধ হয়ে গেলেও ওভারে তখনও কাটছাট করার প্রয়োজন হয়নি। ভারতের হয়ে দুটো করে উইকেট নেন শ্রীচরণি ও দীপ্তি শর্মা। একটি করে উইকেট রেনুকা সিং, ক্রান্তি গৌড়, অমনজ্যোত কৌর ও রাধা যাদবের।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শুরুতেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং। বিশাল রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে ব্যাট হাতে ব্যর্থ হন দলের দুই ওপেনার। দু’জনেই বড় রান করে ভারতকে ভরসা দিতে ব্যর্থ হন। এই ম্যাচেই প্রথম খেলতে নামা শেফালি ভার্মা ১০ রান করে ফেরেন। ২৪ রানে ফেরেন অভিজ্ঞ ওপেনার স্মৃতি মন্ধনা। এখান থেকেই ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন জেমিমা রডরিগেজ ও ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। সেঞ্চুরিও করেন জেমিমা। হরমনপ্রীতের ব্যাট থেকে আসে দুরন্ত ৮৮ রান। ৫৯-২ থেকে ভারতের রানকে ২২৬-এ নিয়ে যায় জেমিমা-হরমনপ্রীত জুটি। ২৪ রানে ফেরেন দীপ্তি শর্মা।
অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন কিম গর্থ, ৩ উইকেট অ্যানাবেল সাদারল্যান্ডের। অস্ট্রেলিয়া যেমন উইকেট তুলে নিতে ব্যর্থ তেমনই তাদের খেসারত দিতে হল ক্যাচ ফেলার। সেঞ্চুরিয়ন জেমিমা রডরিগেজেরই নিশ্চিত ক্যাচ পড়ল দু’বার। ক্যাচ পড়ল হরমনপ্রীতেরও। সেই সুযোগকেও দারুণভাবে কাজে লাগালেন ভারতের ব্যাটাররা। ১৬ বলে ২৬ রান করে ফিরলেন রিচা ঘোষ। তখনও ক্রিজে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেলেন জেমিমা। এদিনের হিরো তিনিই। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল যখন পর পর তিন উইকেট পড়ে যায় ভারতের। তবে অমনজ্যোত (অপরাজিত ১৫) কে নিয়ে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন জেমিমা (অপরাজিত ১২৭)। ১২ বলে ৮ রানের লক্ষ্যে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ফাইনালের ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন অমনজ্যোত। পরের বলে ২ আর তার পর আরও একটা চার। ৩৩৮ রানের লক্ষ্যে ৫ উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই ৩৪১ রান করে ফাইনালের টিকিট ফাইনাল করে ফেললেন ভারতের মেয়েরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





