অলস্পোর্ট ডেস্ক: ভারত শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে মহিলাদের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর করার রেকর্ড করেছে। অস্ট্রেলিয়ার করা ৫৭৫/৯-এর আগের সেরাকে ছাঁপিয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া এই ফেব্রুয়ারিতে পার্থে এই রান করেছিল কিন্তু ভারত নতুন রেকর্ড গড়ে ৬০৩/৬-এ ইনিংস ঘোষণা করার সঙ্গেই নতুন রেকর্ড গড়ে দেয়। এই রানের বেশিরভাগ কৃতিত্ব ভারতীয় ওপেনার শাফালি ভার্মা (২০৫) এবং স্মৃতি মান্ধানার (১৪৯)। যারা জুটিতে ২৯২ রান তোলে যা মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ রান করা ওপেনিং জুটি।
অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং রিচা-সহ জেমিমাহ রডরিগেজও পরবর্তী সময়ে দলের রানাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।
প্রথম দিন ভারত ৪ উইকেটে ৫২৫ রানে শেষ করেছিল। এটি ছিল টেস্ট ম্যাচে এক দিনের সর্বোচ্চ স্কোর। ২০০২ সালে কলম্বোতে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার পুরুষদের দলের করা নয় উইকেটে ৫০৯ রানের আগের রেকর্ডটি ভেঙে দেয়। .
১৯৩৪ সালে মহিলাদের টেস্ট ক্রিকেট শুরু হওয়ার পর, এটিই প্রথম ঘটনা যে একটি দল এক ইনিংসে ৫৭৫ রানের গণ্ডি ছুঁয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার