অলস্পোর্ট ডেস্ক: বুধবার রাজকোটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন মাত্র ৭০ বলে মাইলফলক ছুঁয়ে মহিলা ক্রিকেটে ভারত অধিনায়ক স্মৃতি মন্ধানা ভারতীয়দের মধ্যে দ্রুততম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরিটি করে ফেললেন। নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব রয়েছে তাঁরা হাতে। গতিশীল এই ওপেনারের দুর্দান্ত ১৩৫ রানের ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারি এবং সাতটি ছক্কায়। শেষ পর্যন্ত শর্ট ফাইন লেগে অরলা প্রেন্ডারগাস্টের হাতে ধরা পড়ে প্যাভেলিয়নে ফেরেন তিনি। গত বছর বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৭ বলে সেঞ্চুরি করেছিলেন মন্ধনা যা কৌরের আগে থাকা রেকর্ডটি ভেঙেছিলেন।
মন্ধনার শতরান ফর্ম্যাটে যৌথ-সপ্তম দ্রুততম, ২০১২ থেকে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার শার্লট এডওয়ার্ডসের সমান।
তাঁর ১০তম ওডিআই সেঞ্চুরির সঙ্গে, মন্ধনাও ইংল্যান্ডের ট্যামি বিউমন্টের সঙ্গে মহিলাদের ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির সর্বকালের তালিকায় যৌথ তৃতীয় স্থানে চলে গেলেন।
তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং (১৫) এবং নিউজিল্যান্ডের সুজি বেটস (১৩)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার