অলস্পোর্ট ডেস্ক: ইন-ফর্ম ইন্ডিয়ান ওপেনার অভিষেক শর্মা ব্যাটারদের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি প্লেয়ার র্যাঙ্কিং-এ ৩৮ স্থান উঠে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন, যেখানে বুধবার তাঁর সতীর্থ তিলক ভার্মা তৃতীয় স্থানে নেমে এসেছেন। অভিষেক তাঁর নতুন আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলেছিলেন যখন তিনি মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে দ্রুত ১৩৫ রান করেছিলেন, যা ভারতকে ৪-১ ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করে। অভিষেকের ইনিংসটি মাত্র ৫৪ বলছ এসেছিল এবং ১৩টি ছক্কায় সাজানো ছিল। সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এটি ছিল ভারতীয় পুরুষ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ স্কোর।
ফলস্বরূপ, ২৪ বছর বয়সী সর্বশেষ র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
অস্ট্রেলিয়ার তারকা ট্র্যাভিস হেড টি২০ ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন, কিন্তু অভিষেক ওয়াংখেড়েতে তাঁর রেকর্ড ব্রেকিং ইনিংসের পর তাঁর থেকে মাত্র ২৬ রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন।
অধিনায়ক সূর্যকুমার যাদব পঞ্চম স্থানে রয়েছেন, যেখানে তাঁর ভারতীয় সতীর্থ হার্দিক পাণ্ড্যে পাঁচ ধাপ উপরে উঠে ৫১তম স্থানে জায়গা করে নিয়েছেন এবং শিবম দুবে ৩৮ ধাপ উপরে উঠে ৫৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে স্পিনার বরুণ চক্রবর্থী তিন ধাপ এগিয়ে আদিল রশিদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন । ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ উইকেট এবং প্লেয়ার অফ দ্য সিরিজের সঙ্গেই এই সাফল্য পেয়েছেন তিনি।
সহ স্পিনার রবি বিষ্ণোই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পাঁচ উইকেট নিয়ে তালিকায় চার ধাপ উঠে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন। বাঁ-হাতি পেসার আর্শদীপ সিংও নবম স্থানে পৌঁছে সেরা দশে জায়গা করে নিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার