অলস্পোর্ট ডেস্ক: বুধবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারত মুখোমুখি হতে চলেছে আফগানিস্তানের। এই ম্যাচেও ভারতের প্রথম একাদশে খেলতে পারবেন না শুভমন গিল। ১৪ অক্টোবর ভারত-পাক ম্যাচে তাঁর খেলা নিয়েও রয়েছে সথেষ্ট সংশয়। এরই মাঝে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর আশা দেখাচ্ছেন শুভমনের দলে ফেরা নিয়ে।
এদিন ম্যাচের আগে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘গিল খুব দ্রুত সুস্থ হচ্ছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা একান্তই আগাম সর্তকতা হিসাবে। তাঁকে এখন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি চেন্নাইয়ের হোটেলে ফিরে গিয়েছেন। আমাদের মেডিক্যাল টিম তাঁর উপর সবসময় নজর রাখছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবে তিনি। তাঁকে আগের থেকে অনেকটা সুস্থ দেখাচ্ছে।’’
এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথম একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। তবে ইনিংসের শুরুতে কেএল রাহুলকেও দেখা যেতে পারে রোহিতের সঙ্গে ওপেন করতে। রাঠৌর এবিষয়ে বলেছেন, ‘‘শুভমন নেই ঠিকই, তবে ইশান আছে বলে চিন্তা কম। তিনি ব্যাটিং অর্ডারের যেকোনও নম্বরে ব্যাট করতে পারে। আমাদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা সহজ। তবে এই নিয়ে আমাদের মধ্যে কোনও বিশেষ আলোচনা হয়নি। ইশানকে অতিরিক্ত ওপেনার হিসাবে নেওয়া হয়েছিল। তিনি আগেও ওপেন করেছেন। পরিস্থিতি বুঝে তাঁকে খেলানো হবে। যদিও ইশান ওপেন করতেই বেশি ভালবাসে।’’
রাঠৌর জানান দলকে স্বাধীনতা দেওয়া হয়েছে নিজেদের মতোন ব্যাটিং অর্ডার পরিবর্তনে। কারণ তাঁর মতে দলের অভিঞ্জ ব্যাটিং ইউনিটের এই সিদ্ধান্ত নেওয়া উচিত। ৫০ ওভারের ফর্ম্যাটের চাপটা তাঁরা ভাল জানবে। তাই তাদের সেই স্বাধীনতা দিচ্ছেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন সূত্র মারফত জানা যাচ্ছে শুভমন বুধবারই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হবেন। নাম না উল্লেখ করে এদিন সেই সূত্র বলেন, “বাণিজ্যিক বিমানে বুধবারই চেন্নাই থেকে আহমেদাবাদে রওনা হবেন শুভমন। সেখানে গিয়ে বিশ্রাম এবং সুস্থ হয়ে ওঠার প্রস্তুতি নেবেন তিনি। বোর্ডের চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রাখবেন।”
আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ। সেটি আবার শুভমনের নিজের শহর আহমেদাবাদেই। ফলে এই ম্যাচে শুভমনের দেখা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার