Wednesday, February 19, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটদেশের সব থেকে বয়স্ক ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াড় প্রয়াত

দেশের সব থেকে বয়স্ক ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াড় প্রয়াত

অলস্পোর্ট ডেস্ক: ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক দত্তাজিরাও গায়কোয়াড় মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বার্ধক্যজনিত সমস্যার কারণেই প্রয়াত হয়েছেন তিনি বলে জানা গিয়েছে। ভারতের প্রাক্তন ওপেনার এবং জাতীয় কোচ অংশুমান গায়কোয়াড়ের বাবা ছিলেন দত্তাজিরাও গায়কোয়াড়।  তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। গত ১২ দিন ধরে বরোদার একটি হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুপ লড়াই শেষে মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

তিনি ১৯৫২ থেকে ১৯৬১ সালের মধ্যে ভারতের হয়ে ১১টি টেস্ট খেলেছিলেন।  ১৯৫৯ সালে ইংল্যান্ড সফরে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াড়ের মৃত্যুতে বিসিসিআই গভীর শোক প্রকাশ করেছে।তাঁর ১১টি টেস্ট খেলা এবং ১৯৫৯ সালে ভারতের ইংল্যান্ড সফরে দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তাঁর নেতৃত্বে বরোদা রঞ্জি ট্রফিও জিতেছিল।

ডানহাতি এই ব্যাটারে ১৯৫২ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় এবং তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি তিনি খেলেন ১৯৬১ সালে চেন্নাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে। রঞ্জি ট্রফিতে, গায়কোয়াড় ১৯৪৭ থেকে ১৯৬১ সাল পর্যন্ত বরোদার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ১৪টি সেঞ্চুরিসহ ৪৭.৫৬ গড়ে ৩১৩৯ রান করেছিলেন।

১৯৫৯-৬০ মরসুমে মহারাষ্ট্রের বিপক্ষে তাঁর সর্বোচ্চ অপরাজিত ২৪৯ রানের রেকর্ড রয়েছে। আহমেদাবাদে ৮৭ বছর বয়সে প্রাক্তন ব্যাটার দীপক শোধনের মৃত্যুর পর ২০১৬ সালে তিনি ভারতের সবচেয়ে বয়স্ক জীবিত টেস্ট ক্রিকেটার হিসেবে থেকে গিয়েছিলেন। তাঁর মৃত্যুতে সেই সময়ের সমাপ্তি ঘটল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments