অলস্পোর্ট ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জন্য এই ম্যাচ ছিল মাস্ট উইন। কিন্তু মাস্ট লসেই থেকে গেল শাহরুখের দল। ঘরের মাঠে রাজস্থান রয়্যালস হাসতে হাসতে সহজেই হারিয়ে গেল নাইটদের। একা যশস্বী জয়সওয়ালের ইনিংসেই বাজিমাত করল রয়্যালসরা। বৃহস্পতিবার কলকাতার ইডেন উদ্যানে টস জিতে হোম টিমকেই প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৯-৮-এ থামে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। রাজস্থানের সামনে ব্যাটে-বলে রীতিমতো হতাশাই উপহার দিয়ে গেল কেকেআর।
এদিন কলকাতার হয়ে ওপেন করতে নেমেছিলেন জেসন রয় ও গুরবাজ। দু’জনের কেউই ভাল শুরু দিতে পারেনি দলকে। জেসন ১০ ও গুরবাজ ১৮ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে অনেকটাই চেষ্টা করেন ভেঙ্কটেশ আইয়ার। ৪২ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। তাঁকে কিছুটা সাহায্যের ব্যাট বাড়িয়ে দেন অধিনায়ক নীতীশ রানা। ১৭ বলে ২২ রানের ইনিংস খেলেন তিনি। এর পর রাসেল ১০, রিঙ্কু সিং ১৬, শার্দূল ঠাকুর ১, সুনীল নারিন ৬ রান করে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন অনুকূল রয়। কলকাতার রান কোনও ভাবেই রাজস্থানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি।
রাজস্থানের হয়ে চার উইকে নেন যুজবেন্দ্র চাহাল। জোড়া উইকেট নেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট নেন সন্দীপ শর্মা ও কেএম সইফ। কলকাতার ব্যাটিংয়ের পাশাপাশি এদিন চূড়ান্ত ফ্লপ দলের বোলিং। পুরো ম্যাচে একটিই উইকেট নিতে সক্ষম হয় কলকাতার বোলাররা নয় ফিল্ডাররা। ওপেনার যশস্বী জয়সওয়াল একাই খেলা শেষ করে দেন। আর তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে যান অধিনায়ক সঞ্জু স্যামসন। মাত্র ২ রানের জন্য নামের পাশে সেঞ্চুরিটা লেখা হল না যশস্বীর। ৪৭ বলে ১৩টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি। ওপেনার জোস বাটলার অবশ্য রানের খাতা না খুলেই রান আউট হয়ে গিয়েছিলেন। তিন নম্বরে নেমে সঞ্জু ২৯ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেন। ১৩.১ ওভারে ১৫১-১-এ থামে রাজস্থান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com