অলস্পোর্ট ডেস্ক: ২২ মার্চ শুরু হচ্ছে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা হওয়ায় এবার ওপেনিং থেকে ফাইনাল, সবই হবে ইডেন গার্ডেনে। এবার ১০ দলের ১০ ভেন্যুর পাশাপাশি থাকছে আরও দুটো ভেন্যু। গুয়াহাটিতে দ্বিতীয় হোম হিসেবে খেলবে রাজস্থান রয়্যালস আর পঞ্জাবের দ্বিতীয় হোম গ্ৰাউন্ড হতে চলেছে ধর্মশালা। গুয়াহাটিতে অবশ্য গত মরসুমেও খেলেছিল রাজস্থান।
এক নজরে দেখে নিন আইপিএল ২০২৫-এর সম্পূর্ণ সময়সূচি –




খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার