অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) একটি নতুন অভিযানের সূচনা করতে চলেছে, ২২ মার্চ থেকে কলকাতায় শুরু হবে টি-টোয়েন্টি লিগের ১৮তম আসর। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তারকাদের তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে উদ্বোধনী ম্যাচের আগে থাকছে বিনোদনের পসরা। সেই তালিকা যেমন রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি তেমনই আইসিসি চেয়ারম্যান জয় শাহের উপস্থিতিতে গায়িকা শ্রেয়া ঘোষালও ভেন্যুতে পারফর্ম করবেন বলে আশা করা হচ্ছে।
তবে, এখানেই শেষ নয়। পূর্ববর্তী মরসুমগুলোর মতো নয়, এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ম্যাচ আয়োজনকারী ১৩টি ভেন্যুতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বোর্ড কর্তৃক বিভিন্ন ভেন্যুতে বিভিন্ন সেলিব্রিটিদের চূড়ান্ত করা হচ্ছে।
সলমন খান, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফ, তৃপ্তি দিম্রি, অনন্যা পান্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুরের নাম উঠে আসছে যাঁরা টুর্নামেন্ট চলাকালীন সময়ে কোনও না কোনও ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
আইপিএলের ১৮ বছরের শুরুতে এমন এক চমকপ্রদ উদযাপন হতে চলেছে যা আগে কখনও হয়নি! তবে দিশা পাটানি প্রথম দিন কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলেই আপাতত নিশ্চিত হওয়া যাচ্ছে।
১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির ঐতিহ্যবাহী ভেন্যু ছাড়াও, কয়েকটি দলের দ্বিতীয় হোমেও ম্যাচ অনুষ্ঠিত হবে। গুয়াহাটি, বিশাখাপত্তনম, ধর্মশালা এবং মুল্লানপুরের মতো ভেন্যুগুলিতে খেলবে রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার