অলস্পোর্ট ডেস্ক: দিল্লি ক্যাপিটালস (ডিসি) এর সঙ্গে ঋষভ পন্থের নয় বছরের সম্পর্ক শেষ হল। ২০২০ আইপিএল ফাইনালিস্টরা অক্ষর প্যাটেলকে তাদের সবচেয়ে ব্যয়বহুল প্লেয়ার হিসেবে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কুলদীপ যাদবও আইপিএল ২০২৫-এর জন্য ডিসি-তে থাকবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগের সংস্করণে ডিসি সেভাবে বড় কোনও আশা জাগাতে পারেনি। ঋষভ পন্থের নেতৃত্বে খেলে, ডিসি ১৪ ম্যাচের মধ্যে সাতটি জয় নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেছিল। দুর্ঘটনার পর গত মরসুমের আইপিএল দিয়েই মাঠে ফিরেছিলেন পন্থ। আসন্ন মেগা নিলামে উইকেটরক্ষক-ব্যাটারকে দলে নেওয়ার জন্য অনেকেই মুখিয়ে রয়েছেন
ধরে রাখা খেলোয়াড়:
- অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি টাকা)
- কুলদীপ যাদব (১৩.২৫ কোটি টাকা)
- ট্রিস্টান স্টাবস (১০ কোটি টাকা)
- অভিষেক পোড়েল (৪ কোটি টাকা – আনক্যাপড)
দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেওয়া প্লেয়ার:
ঋষভ পন্থ (অধিনায়ক), প্রভিন দুবে, ডেভিড ওয়ার্নার, ভিকি অস্টওয়াল, পৃথ্বী শ, অ্যানরিচ নর্টজে, লুঙ্গি এনগিডি, ললিত যাদব, খলিল আহমেদ, মিচেল মার্শ, ঈশান্ত শর্মা, মুকেশ কুমার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার