অলস্পোর্ট ডেস্ক: শুভমান গিল গুজরাট টাইটান্সের সবচেয়ে ব্যয়বহুল ধরে রাখা প্লেয়ার যে হবেন না তা আগেই বোঝা গিয়েছিল। সেই সম্মানটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মেগা নিলামের আগে আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানকে দেওয়া হচ্ছে। ফ্র্যাঞ্চাইজির তরফে দু’টি চমক আনক্যাপড ভারতীয় খেলোয়াড়কেও ধরে রাখা। গুজরাট টাইটানস (GT) ২০২২-এ তাদের উদ্বোধনী মরসুমে আইপিএল জিতেছিল নজর কেড়ে নিয়েছিল। হার্দিক পাণ্ড্যের নেতৃত্বে, আইপিএল ২০২৩-এর ফাইনালও খেলেছিল কিন্তু চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায়। তবে ২০২৪-এ হার্দিক তাঁর পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে যান এবং শুভমান গিল দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব নেন। এই মরসুমে জিটি প্লে অফে যেতে পারেনি।
ধরে রাখা খেলোয়াড়:
- রশিদ খান (১৮ কোটি টাকা)
- শুভমান গিল (১৬.৫ কোটি টাকা)
- বি সাই সুদর্শন (৮.৫ কোটি টাকা)
- রাহুল তেওয়াটিয়া (৪ কোটি টাকা – আনক্যাপড)
- শাহরুখ খান (৪ কোটি টাকা – আনক্যাপড)
গুজরাত টাইটান্সের ছেড়ে দেওয়া প্লেয়ার:
ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, দর্শন নালকান্দে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, নুর আহমেদ, সাইদ কেশ খান, জোশুয়া লিটল, মোহিত শর্মা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার