অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আসন্ন মেগা নিলামের জন্য তাদের ধরে রাখা প্লেয়ারদের তালিকা ঘোষণা করে চমক দিল। ওয়েস্ট ইন্ডিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ধরে রেখে গুজবের অবসান ঘটিয়েছে কেকেআর। তবে, আইপিএল ২০২৪ জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে কেকেআর ছেড়ে দিয়েছে। বিসিসিআই-এর নিয়ম অনুসারে, দশটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ধরে রাখা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ৩১ অক্টোবর বৃহস্পতিবার জমা দিতে বলা হয়েছিল। কেকেআর শুধুমাত্র দু’টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি যারা মেগা নিলামের আগে ছয়জন খেলোয়াড়কে ধরে রেখেছে, যার অর্থ তাদের রাইট টু ম্যাচ (RTM) কার্ড থাকবে না।
ধরে রাখা খেলোয়াড়:
- রিঙ্কু সিং (১২ কোটি টাকা)
- বরুণ চক্রবর্থী (১২ কোটি টাকা)
- সুনীল নারিন (১২ কোটি টাকা)
- আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা)
- হর্ষিত রানা (৪ কোটি টাকা – আনক্যাপড)
- রমনদীপ সিং (৪ কোটি টাকা – আনক্যাপড)
কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া প্লেয়ার:
নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুয়শ শর্মা, অনুকুল রায়, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরা, কেএস ভারত, চেতন সাকারিয়া, আংক্রিশ রঘুবংশী, শেরফেন রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজিব উর রহমান, সাকিব আতিক হুসাইন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার