অলস্পোর্ট ডেস্ক: চেন্নাই সুপার কিংসকে নিয়ে অনেকবেশি উৎসাহ ছিল ক্রিকেটপ্রেমীদের। কারণ অবশ্যই এমএস ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ সংস্করণের মেগা নিলামের জন্য তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে৷ অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার এমএস ধোনির ভবিষ্যত নিয়েও গুঞ্জন চলছিল। কিন্তু সিএসকে তাঁকে অনক্যাপড খেলোয়াড় হিসেবে ৪ কোটি টাকায় ধরে রেখেছে। রুতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাডেজাকে ১৮ কোটি টাকায় ধরে রাখা হয়েছে, যেখানে শিবম দুবে এবং মাথিশা পাথিরানাকেও পাঁচবারের চ্যাম্পিয়নরা ধরে রেখেছে।
ধরে রাখা খেলোয়াড়:
- রুতুরাজ গায়কওয়াড় (১৮ কোটি টাকা)
- মাথিশা পাথিরানা (১৩ কোটি টাকা)
- শিবম দুবে (১২ কোটি টাকা)
- রবীন্দ্র জাডেজা (১৮ কোটি টাকা)
- এমএস ধোনি (৪ কোটি রুপি – আনক্যাপড)
চেন্নাই সুপার কিংসের ছেড়ে দেওয়া প্লেয়ার:
ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মঈন আলি, রাজবর্ধন হ্যাঙ্গারগেকর, মিচেল স্যান্টনার, তুষার দেশপান্ডে, সিমারজিৎ সিং, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থেইকশানা, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল, মুকেশ চৌধুরী, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারেল মিচেল, সমীর রিজভি, মুস্তাফিজুর রহমান, অবিনাশ রাও আরেভেলি
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার