Saturday, December 14, 2024
No menu items!
Google search engine
HomeআইপিএলIPL 2025 Retention: রোহিত, হার্দিককে রেখে দিল মুম্বই, কে হবেন অধিনায়ক

IPL 2025 Retention: রোহিত, হার্দিককে রেখে দিল মুম্বই, কে হবেন অধিনায়ক

অলস্পোর্ট ডেস্ক: পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ সংস্করণের মেগা নিলামের জন্য তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা ঘোষণা করেছে। ধরে রাখা প্লেয়ারদের মধ্যে মূল্যের দিক দিয়ে যশপ্রীত বুমরাহ শীর্ষে রয়েছেন। এছাড়া রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যে এবং সূর্যকুমারকেও ধরে রাখা হয়েছে। বুমরাহ ছাড়া বাকি তিনজনের রিটেনশন ফি প্রায় সমান। ১০টি ফ্র্যাঞ্চাইজিকে ৩১ অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা জমা দিতে বলা হয়েছিল। তবে মুম্বই নিয়ে আগ্রহ কম ছিল না। কারণ গত মরসুমে রোহিত-হার্দিক সমস্যার কারণে দলকে ভুগতে হয়েছিল। যদিও ধরে রাখা প্লেয়ারদের তালিকায় দু’জনেই রয়েছে।

ধরে রাখা খেলোয়াড়:

  1. যশপ্রীত বুমরাহ (১৮ কোটি রুপি)
  2. সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি টাকা)
  3. হার্দিক পান্ড্য (১৬.৩৫ কোটি টাকা)
  4. রোহিত শর্মা (১৬.৩০ কোটি টাকা)
  5. তিলক বর্মা (৪ কোটি টাকা)

মুম্বই ইন্ডিয়ান্সের ছেড়ে দেওয়া প্লেয়ার:

দেওয়াল্ড ব্রেভিস, ঈশান কিষান, নমন ধীর, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমারিও শেফার্ড, কেওয়েনা মাফাকা, লুক উড, আনশুল কাম্বোজ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments