অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪ রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদ আসন্ন আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা ঘোষণা করে দিয়েছে। যেখানে হেনরিখ ক্লাসেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ ধরে রাখা প্লেয়ার হিসেবে নিজের নাম নথিভুক্ত করে ফেলেছেন। অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি এবং ট্র্যাভিস হেডের পাশাপাশি ক্যাপ্টেন প্যাট কামিন্সকেও ধরে রাখা হয়েছে। বিসিসিআই-এর নিয়ম অনুসারে, দশটি ফ্র্যাঞ্চাইজিকে ৩১ অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে তাদের ধরে রাখা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা জমা দিতে বলা হয়েছিল। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের অধিনায়কত্বে খেলা, এসআরএইচ কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে প্রথম রানার্স-আপ হয়েছিল গত মরসুমে।
ধরে রাখা খেলোয়াড়:
- প্যাট কামিন্স (১৮ কোটি টাকা)
- অভিষেক শর্মা (১৪ কোটি টাকা)
- নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি টাকা)
- হেনরিক ক্লাসেন (২৩ কোটি টাকা)
- ট্র্যাভিস হেড (১৪ কোটি টাকা)
সানরাইজার্স হায়দরাবাদের ছেড়ে দেওআ প্লেয়ার:
আব্দুল সামাদ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভীর সিং, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, টি. নটরাজন, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক মার্কন্ডে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, ফজল হক ফারুক, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জয়দেব উনাদকাট, আকাশ সিং, ঝাথাভেধ সুব্রমণ্যন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার