অলস্পোর্ট ডেস্ক: রবিবার কটকে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ের জন্য দু’টি বড় পরিবর্তনের কথা ঘোষণা করলেন টসের পর। হাঁটুর চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচ না খেলতে পারলেও বিরাট কোহলি দ্বিতীয় ম্যাচে দলের প্লেয়িং ইলেভেনে তার বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তন করেছেন। শ্রেয়াস আইয়ারই শেষ ম্যাচে তাঁর বদলে দলে জায়গা করে নিয়েছিলেন। সেই মিডল অর্ডার ব্যাটার অসাধারণ একটি হাফ সেঞ্চুরি করার কারণে বিরাট ফিরলেও দলে নিজের জায়গা ধরে রেখেছেন। কোহলির জন্য এবারের একাদশে জায়গা করে দিতে তে বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল।
রোহিত দ্বিতীয় ওডিআইয়ের জন্য কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে বরুণ চক্রবর্থীকে দলে আনার সিদ্ধান্ত নেন, এইই ম্যাচেই ওডিআই অভিষেক হয়েছ্ল গেল তাঁর। রোহিত দাবি করেন যে কুলদীপকে ম্যাচে ‘বিশ্রাম’ দেওয়া হল। গত অক্টোবরের পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন কুলদীপ।
“প্রথম ম্যাচে দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোটা অসাধারণ ছিল। শ্রেয়াস সেই অভিপ্রায় এবং মনোভাবের জন্য নিজের সেরাটি দিয়েছে, শুভমান এবং অক্ষরের অবদানকেও ভুলে যাবেন না। বিরাটকে দলে আনতে জয়সওয়ালকে বাইরে রাখা হয়েছে এবং গত ম্যাচে কুলদীপের ভদলে বরুণকে তাঁর অভিষেক ম্যাচ দেওয়া হয়েছে, “টসের সময় রোহিত বলেছেন।
ভারতের প্রথম ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্যে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্থী
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার