Saturday, December 14, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটওয়েস্ট ইন্ডিজে রহস্যজনকভাবে জলে ডুবে মৃত্যু ইরফান পাঠানের মেকআপ আর্টিস্টের

ওয়েস্ট ইন্ডিজে রহস্যজনকভাবে জলে ডুবে মৃত্যু ইরফান পাঠানের মেকআপ আর্টিস্টের

অলস্পোর্ট ডেস্ক: দীর্ঘদিন ধরেই তিনি প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তিনি ফায়াজ আনসারি, বিজনোরের একজন মেকআপ শিল্পী। চলতি টি২০ বিশ্বকাপে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের সঙ্গেই সফর করছিলেন কারণ টি২০ বিশ্বকাপ ২০২৪-এ ধারাভাষ্যকরদের দলে রয়েছেন ইরফান। কিন্তু ফায়াজের এই সফর শেষ হল ভয়ঙ্কর পরিণতির সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের একটি সুইমিং পুলে ডুবে মৃত্যু হল তাঁর। যা নিয়ে সংশয় দানা বাধতে শুরু করেছে। যদি সাঁতার না জানতেন তাহলে তিনি কেন সুইমিং পু‌লে নামলেন? আর যদি সাঁতার জানতেন তাহলে কীভাবে ডুবে গেলেন? এই মর্মান্তিক ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ফায়াজ আনসারি বিজনোরের নাগিনার বাসিন্দা ছিলেন।

২২ বছর আগে, বিজনোরের নাগিনা তহসিলের মহল্লা কাজী সরাই থেকে ফায়াজ আনসারি মুম্বইতে নিজের সেলুন শুরু করেন। সেই সময় পাঠান মেকআপের জন্য তাঁর সেলুনে যেতে শুরু করেন। পরবর্তীকালে, প্রাক্তন অলরাউন্ডার আনসারিকে তাঁর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট করে নেন, তাঁকে আন্তর্জাতিক সফরে নিয়ে যেতেন সব সময়।

মৃত মেকআপ আর্টিস্টের তুতো ভাই মহম্মদ আহমেদ জানিয়েছেন যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে পাঠান ধারাভাষ্য দলের অংশ হওয়ায় তাঁর সঙ্গেই ছিলেন ফায়াজ। সুপার আটের খেলাগুলো এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে হওয়ায় সেখানেই পাঠানের সঙ্গে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ থেকে জানানো হয়েছে, ২১ জুন শুক্রবার সন্ধ্যায় হোটেলের সুইমিং পুলে স্নান করতে গিয়ে ডুবে যান আনসারি।

আনসারির ভাই মহম্মদ আহমেদের মতে, তিনি মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন এবং মাত্র আট দিন আগে বিজনোরের নাগিনা থেকে মুম্বই গিয়েছিলেন। পুরো পরিবার রীতিমতো অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছে।

তিনি উল্লেখ করেছেন যে আনসারির মরদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য ইরফান পাঠান নিজেই ওয়েস্ট ইন্ডিজে সমস্ত বিষয়টি দেখছেন। পরিবারের তরফে দিল্লিতে মৃতদেহ গ্রহণ করা হবে। এই পুরো প্রসেসটি হতে প্রায় তিন থেকে চার দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments