অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এখন সব ক্রিকেটাররা নিজেদের মতো সময় কাটাচ্ছেন। ভারতের ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিল এখন ছুটি কাটাচ্ছেন প্যারিসে। তিনি ম্যাচ দেখতে গিয়েছিলেন পিএসজি-র। সেখানে ফুটবল ক্লাব তাঁর হাতে তুলে দিয়েছে সাত নম্বর জার্সি। সেই জার্সির ছবি নিজের ইনস্টাগ্রামে পোষ্ট করেছেন তিনি। তাঁর সেই পোস্ট-এ মন্তব্যও করেছেন সতীর্থ ঈশান কিষান।
১১ জুন বিশ্ব টেষ্ট চ্যম্পিয়নশিপের ফাইনাল ছিল অষ্ট্রেলিয়ের বিরুদ্ধে। তারপরই ক্রিকেটাররা চলে গিয়েছেন ছুটি কাটাতে। নিজেদের মতো সময় কাটাচ্ছেন দেশ বিদেশের নানা জায়গায়। ছুটি কাটাতে গিলও চলে গিয়েছেন প্যারিসের রাজধানীতে। সুন্দর সুন্দর জায়গা ঘুরতে যাওয়ার সঙ্গে বাড়তি পাওনা তাঁর সাত নম্বর জার্সি। ফুটবল ম্যাচ দেখতে গিয়ে পাওয়া উপহারের ভিডিও তিনি পোষ্ট করেছেন।
ঈশান কিষান এবং শুভমান গিলের নানা খুনসুটির ভিডিও এর আগে অনেকবারই ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। প্যারিস সফরের নানা ভিডিও গিল পোষ্ট করেছেন তাঁর ইনস্টা প্রোফাইলে। সাত নম্বর জার্সি নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। গিলের পোষ্টে ঈশান লিখেছেন, ‘‘শার্ট নিয়ে ওয়েষ্ট ইন্ডিজ চলে এসো। ভুলে যেও না যেন।’’ ঈশানের এই মন্তব্যের পর ভক্তরা তাঁর এই কমেন্টে হাসির ইমোজি দিয়েছেন।
ঈশান কিষান এবং শুভমান গিল দু’জনেই ওয়েষ্ট ইন্ডিজ সফরে থাকবেন। একসঙ্গেই টেষ্ট এবং ওয়ান ডে সিরিজ খেলবেন তাঁরা।
বিশ্ব টেষ্ট চ্যম্পিয়নশিপে ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিল, অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে তেমন রান করতে পারেননি। দুই ইনিংসে তিনি ১৩ ও ১৮ রান করেছিলেন। ম্যাচটিতে অষ্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে যায় ভারত। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটি ছিল দলের দ্বিতীয় হার। প্রথম মরসুমে নিউজিল্যান্ড ভারতকে আট উইকেটে হারিয়েছিল।
প্যারিস যাওয়ার আগে লন্ডন সফরে গিয়েছিলেন গিল। সেখানে ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলারদের সঙ্গেও সুন্দর মুর্হুত কাটিয়েছিলেন তিনি। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার