অলস্পোর্ট ডেস্ক: বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ অ্যাসেজ টেস্টের জন্য ৪০ বছর বয়সী জেমস অ্যান্ডারসনকে ফেরানো হল ইংল্যান্ড দলে। অলি রবিনসন তৃতীয় টেস্টে জয়ী দলে মাত্র একটিই পরিবর্তন করেছেন। সিরিজে ২-০ পিছিয়ে পড়ার পর তৃতীয় টেস্ট জিতে সিরিজে লড়াইয়ে টিকে রয়েছে ইংল্যান্ড। হেডিংলিতে দ্বিতীয় ইনিংসের মতো তিন নম্বরে ব্যাট করবেন মঈন আলি, হ্যারি ব্রুককে পাঁচ নম্বরে রাখা হবে। সর্বকালের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের অধিকারী অ্যান্ডারসন সিরিজের প্রথম দুই ম্যাচে ২২৬ রানে মাত্র তিন উইকেট নেওয়ার পর তৃতীয় টেস্টে বাদ পড়েন।
২০১৫-র পর প্রথমবারের মতো অ্যাশেজ জিততে ইংল্যান্ডকে বাকি দু’টি টেস্টই জিততে হবে। অস্ট্রেলিয়ার আরও একটি জয় ২০০১-এর পর প্রথমবারের মতো ইংল্যান্ডে সিরিজ জিততে সাহায্য করবে। প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের ‘বাজবল’ নিয়ে প্রভূত আলোচনা হয়েছে। তাদের এই আক্রমণাত্মক ক্রিকেট থেকে তারা যে সরবে না তা নিয়ে কোনও সংশয় নেই। তবে চতুর্থ টেস্ট হেরে গেলে অ্যাসেজ হাতছাড়া হয়ে যাবে ইংল্যান্ডের। সে কারণে ব্রিটিশদের জন্য এই ম্যাচ মাস্টউইন।
১৯ জুলাই থেকে শুরু হবে চতুর্থ টেস্ট। তার দু’দিন আগেই প্রথম ১১ ঘোষণা করে দিল ইংল্যান্ড। অলি রবিনসনের জায়গায় দলে ফেরানো হয়েছে অ্যান্ডারসনকে।
চতুর্থ টেস্টের ইংল্যান্ড দল— বেন ডাকেট, জ্যাক ক্রলি, মঈন আলি, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার