অলস্পোর্ট ডেস্ক: বুধবার প্রকাশিত সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে ভারতের পেস বোলার যশপ্রীত বুমরাহ নিজের শীর্ষস্থান ধরে রাখলেন। তিনিই এক নম্বর টেস্ট বোলার। অন্যদিকে অলরাউন্ডারদের বিভাগে রবীন্দ্র জাডেজা তার শীর্ষস্থান ধরে রেখেছেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম এবং শেষ টেস্টের আগে ৯০৭ পয়েন্ট নিয়ে ইতিহাস তৈরি করা বুমরাহ বর্তমানে ক্যারিয়ার সেরা ৯০৮ পয়েন্টে রয়েছেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (৮৪১) এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৩৭) যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন।
মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চিত্তাকর্ষক ছয় উইকেট নেওয়ার পর পাকিস্তানের নোমান আলী (৭৬১) সেরা দশে জায়গা করে নিয়েছেন।
টেস্ট ফর্ম্যাটে সেরা ১০ অলরাউন্ডারের তালিকায় কোনও পরিবর্তন আসেনি। জাডেজা (৪০০ রেটিং পয়েন্ট) শীর্ষস্থান ধরে রেখেছেন, তার পরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন (২৯৪) এবং বাংলাদেশের মেহেদি হাসান (২৬৩)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার