Tuesday, February 18, 2025
No menu items!
Google search engine
Homeওডিআই বিশ্বকাপ ২০২৩ভারত-পাক ম্যাচের চেয়েও জসপ্রীত বুমরাহ-এর কাছে বেশি গুরুত্বপূর্ণ মায়ের সঙ্গে দেখা করা

ভারত-পাক ম্যাচের চেয়েও জসপ্রীত বুমরাহ-এর কাছে বেশি গুরুত্বপূর্ণ মায়ের সঙ্গে দেখা করা

অলস্পোর্ট ডেস্ক: শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-পাক মাচের মহড়া বসতে চলেছে। ভারতীয় দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ-এর হোমটাউন আহমেদাবাদ। ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম তথা নিজের ঘরের মাঠে ১৩২,০০০ ভক্তদের সামনে প্রথম এত বড় টুর্নামেন্ট খেলবেন তিনি। অর্থ্যাৎ, উত্তেজনা তুঙ্গে থাকবারই কথা। কিন্তু ২৯ বছর বয়সী বুমরাহ বললেন অন্য কথা। তাঁর কাছে এই ভারত-পাক মহারণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে এবং সেটি হল আহমেদাবাদে ফিরে আগে নিজের মায়ের সঙ্গে দেখা করা।

বুমরাহের মাত্র পাঁচ বছর বয়সে তাঁর বাবা গত হয়েছেন। তারপর থেকে বুমরাহর মা-ই সব তাঁর কাছে। তাঁর মা দলজিত বুমরাহ পেশায় এক স্কুলের প্রধান শিক্ষিকা। এদিন বুমরাহ বললেন, ‘‘বহুদিন হল আমি বাড়ির বাইরে। আমি খুবই খুশি হব, ঘরে ফিরে মায়ের সঙ্গে দেখা হবে আমার। আহমেদাবাদে পৌঁছাতেই আমার প্রথম কাজ হবে মায়ের সঙ্গে দেখা করা।’’

একটি ইন্টারভিউতে বুমরাহকে জিঞ্জাসা করা হয় ভারত-পাক মহারণে তিনি কতটা আলাদারকম পরিকল্পনা নিয়ে খেলবেন, উত্তরে তিনি বলেন, ‘‘আমি একটু বিচ্ছিন্ন মানুষ, পৃথিবীতে কী ঘটছে তা আমি খবর রাখি না, তাই আমি কেবল একটি নির্দিষ্ট দিনে কী করতে হবে, কতটা খেলতে হবে সেটাই দেখি। খেলাতে ফোকাস করি এবং আমার কোন শক্তিগুলি যা অতীতেও আমার জন্য কাজ করেছে, এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্যই ভাবি। আমি শুধু আমার প্রস্তুতি নিয়েই যাচ্ছি, যেই প্রক্রিয়াতে উইকেট ফেলা সহজ মনে হবে সেটি খুঁজে বের করার চেষ্টা করব। সেভাবেই খেলব। আমি ফলাফলের কথা ভাবছি না, কারণ আমি আফগানিস্তানের বিপক্ষেও ফলাফল পেয়েছি।’’ আলাদা করে কোনও দল নিয়ে ভিন্ন মতামত রাখেন না তিনি, এটা তাঁর বক্তব্য থেকে স্পষ্ট।

বুমরাহ গুজরাট দলের হয়ে আইপিএল খেলেছেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে ওয়ানডে খেলবেন এই প্রথম। সেই বিষয়ে তিনি বলেন, ‘‘আমি এখানে (নরেন্দ্র মোদী স্টেডিয়ামে) ওয়ানডে খেলিনি ঠিকই, তবে টেস্ট ম্যাচ খেলেছি। অভিঞ্জতা ভালই হতে চলেছে। আমি নিশ্চিত প্রচুর মানুষ আসবেন আমাদের দেখতে। ফলে খুবই উচ্ছসিত আমরা। আশা রাখছি সব ভালই হবে।’’

আফগানিস্তানের সঙ্গে ম্যাচের দিনে বুমরাহ আফগান প্লেয়ার ইব্রাহিম জাদরানকে আউট করার পর ফুটবল দল ম্যানচেস্টার ইউনাইটেডের স্টাইকার মার্কাস রাশফোর্ডের মতোন ভঙ্গি করে উইকেট উদযাপন করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। পরে অবশ্য তিনি স্বীকার করেন, ওটা তখন তিনি আনন্দের বশে করে ফেলেছিলেন।

বোলিং স্পিয়ারহেড বুমরাহ দীর্ঘদিন চোটের কারণে খেলা থেকে বিছিন্ন ছিলেন। তবে ফিরে এসে থেকে একের পর এক উইকেট তুলছেন তিনি। চলমান বিশ্বকাপে ১৩.৭১ গড়ে ইতিমধ্যেই ছয়টি উইকেট পেয়েছেন। এই ফরম্যাটে তার সেরা বোলিং পরিসংখ্যান ৫/৫৯। টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর নামে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments