অলস্পোর্ট ডেস্ক: ব্রিসবেনে তাঁর অসাধারণ পারফরম্যান্সের পর ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ আইসিসি পুরুষদের টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে তাঁর শীর্ষস্থান আরও পোক্ত করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টে বুমরাহ ৯৪ রানে ৯ উইকেট নেওয়ার ফলে তিনি ১৪ অতিরিক্ত রেটিং পয়েন্ট অর্জন করেন, যা তাঁর মোট কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯০৪-এ পৌঁছে যায়। তাঁর রেটিং দিয়ে, বুমরাহ ডিসেম্বরে প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের করা রেকর্ডকে ছুঁয়ে ফেললেন। অবসর নিলেও পাঁচে রয়েছেন অশ্বিন।
২০১৬ এবং আইসিসির ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রেটিংয়ে পৌঁছানো ভারতীয় টেস্ট বোলার হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন। মেলবোর্নে বর্ডার-গাভাস্কার ট্রফিতে আরও একটি টেস্ট খেলে সাফল্য পেলে বুমরাহের কাছে অশ্বিনের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড বর্তমানে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন, তবে পয়েন্টে বুমরাহ উল্লেখযোগ্যভাবে সবাইকে পিছনে ফেলেছেন।
অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে তাঁর অসাধারণ রান অব্যাহত রেখেছেন, পুরুষদের টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। সেরা পাঁচে ভারতের একজনই রয়েছেন, তিনি যশস্বী জয়সওয়াল। সেরা আর কোনও ভারতীয় নেই। অ্যাডিলেডে তাঁর সেঞ্চুরির পর গাব্বায় তাঁর ১৫৩ রান তাঁকে ৮২৫ পয়েন্ট নিয়ে এক ধাপ উপরে চার নম্বরে নিয়ে গিয়েছে। হেডের স্বদেশী স্টিভ স্মিথের তৃতীয় টেস্টে সেঞ্চুরি তাঁকে আবারও সেরা দশে পৌঁছে দিয়েছে।
অন্যদিকে, ভারতের প্রথম ইনিংসে ভারতীয় ওপেনার কেএল রাহুলের ব্যাটিং তাঁকে দশ ধাপ উপরে ৪০তম স্থানে নিয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে বল হাতে চার উইকেট এবং ৪২ রান করে সেরা ১০ অলরাউন্ডারদের মধ্যে তাঁর জায়গা ফিরে পেয়েছেন। অলরাউন্ডার শীর্ষস্থান অবশ্য ভারতেরই দখলে। রবীন্দ্র জাডেজা ধরে রেখেছেন তাঁর জায়গা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার