অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট নাম লিখিয়ে ফেললেন নতুন রেকর্ডে। তিনি টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সর্বাধিক রান করে ব্যাটারদের তালিকায় সচিন তেন্ডুলকরকে ছাঁপিয়ে গেলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ইংল্যান্ড ৮ উইকেটে জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে রুট তা কাজে লাগাতে পারেননি এবং শূন্য রানে আউট হয়ে যান। তিনি দ্বিতীয় সুযোগে অপরাজিত থেকে ১৫ বলে ২৩ রান করেন।
ম্যাচ শুরুর আগে, টেস্টের চতুর্থ ইনিংসে সর্বাধিক সংখ্যক রান করার রেকর্ড তেন্ডুলকরের দখলে ছিল, তাঁর ক্যারিয়ারে ১৬২৬ রান ছিল চতুর্থ ইনিংসে। তবে তাঁকে কাঁপিয়ে টেস্টের চতুর্থ ইনিংসে রুটের রান এখন ১৬৩০।
টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান:
১৬৩০- জো রুট
১৬২৫- সচিন তেন্ডুলকর
১৬১১- অ্যালিস্টার কুক
১৬১১- গ্রেম স্মিথ
১৫৮০- শিবনারায়ণ চন্দরপল
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস সিরিজের উদ্বোধনী ম্যাচে তাঁর দল যেভাবে পারফর্ম করেছে তাতে উচ্ছ্বসিত।
“খুব ভাল, আমরা যেভাবে পুরো সপ্তাহে লড়াই করেছি তাতে খুব খুশি। দ্বিতীয় দিনে আমরা চাপে ছিলাম, তিন উইকেটে ৪০, তারপর থেকে লিগ নিতে পারাটা ভাল। সঙ্গে কিছুটা ভাগ্য দরকার।”
ম্যাচে (দুই ইনিংস জুড়ে) ১০ উইকেট নেওয়ার জন্য ব্রেডন কার্স ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার