অলস্পোর্ট ডেস্কঃ অ্যাশেজে দীর্ঘ ৮ বছরের সেঞ্চুরি খরা কাটালেন জো রুট । এমনটা নয় যে, টেস্ট ক্রিকেটে বড় রানের মধ্যে ছিলেন না ব্রিটিশ তারকা। বরং গত কয়েক বছরে রুটই বিশ্বের সব থেকে ধারাবাহিক টেস্ট ক্রিকেটার। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে তাঁর শেষ শতরান আসে ২০১৫ সালে। অবশেষে বার্মিংহ্যাম টেস্টের প্রথম দিনে তিন অঙ্কে পৌঁছনো মাত্রই খরা কাটে তাঁর।
এজবাস্টনের প্রথম দিনে রুট ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৫২ বলে ১১৮ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। টেস্ট কেরিয়ারে এটি তাঁর ৩০ নম্বর শতরান। এই নিরিখে তিনি টপকে যান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। স্যার ব্র্যাডম্যান বর্ণোজ্জ্বল টেস্ট কেরিয়ারে ২৯টি সেঞ্চুরি করেছেন।
বার্মিংহ্যামে শতরান করা মাত্রই রুট ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেন ও ওয়েস্ট ইন্ডিজের শিবনারান চন্দ্রপলকে। হেডেন ও চন্দ্রপলও ৩০টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে জো রুটের থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করেছেন কেবল অ্যালেস্টার কুক। তিনি ১৬১টি টেস্টে মাঠে নেমে ৩৩টি শতরান করেছেন। রুট ১৩১ নম্বর টেস্টেই ৩০টি শতরানে পৌঁছে যান। সুতরাং, অদূর ভবিষ্যতে টেস্টের ইতিহাসে সব থেকে বেশি শতরানকারী ব্যাটসম্যানদের তালিকায় কুককে টপকে যেতে পারেন রুট।
টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরিকারী ব্যাটসম্যানরা:-
১. সচিন তেন্ডুলকর– ৫১টি
২. জ্যাক কালিস– ৪৫টি
৩. রিকি পন্টিং– ৪১টি
৪. কুমার সাঙ্গাকারা– ৩৮টি
৫. রাহুল দ্রাবিড়– ৩৬টি
৬. ইউনিস খান– ৩৪টি
৭. সুনীল গাভাসকর– ৩৪টি
৮. ব্রায়ান লারা– ৩৪টি
৯. মাহেলা জয়বর্ধনে– ৩৪টি
১০. অ্যালেস্টার কুক– ৩৩টি
১১. স্টিভ ওয়া– ৩২টি
১২. স্টিভ স্মিথ– ৩১টি
১৩. ম্যাথু হেডেন– ৩০টি
১৪. শিবনারায়ন চন্দ্রপল– ৩০টি
১৫. জো রুট– ৩০টি
উল্লেখ্য, বার্মিংহ্যামে অ্যাশেজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তারা প্রথম দিনে ৭৮ ওভার ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ৩৯৩ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। রুটের শতরান ছাড়া ওপেনার জ্যাক ক্রাউলি ৬১ ও উইকেটকিপার জনি বেয়ারস্টো ৭৮ রান করেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার