Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটঅ্যাশেজে শতরান করে ব্র্যাডম্যানকে টপকালেন জো রুট

অ্যাশেজে শতরান করে ব্র্যাডম্যানকে টপকালেন জো রুট

অলস্পোর্ট ডেস্কঃ অ্যাশেজে দীর্ঘ ৮ বছরের সেঞ্চুরি খরা কাটালেন জো রুট । এমনটা নয় যে, টেস্ট ক্রিকেটে বড় রানের মধ্যে ছিলেন না ব্রিটিশ তারকা। বরং গত কয়েক বছরে রুটই বিশ্বের সব থেকে ধারাবাহিক টেস্ট ক্রিকেটার। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে তাঁর শেষ শতরান আসে ২০১৫ সালে। অবশেষে বার্মিংহ্যাম টেস্টের প্রথম দিনে তিন অঙ্কে পৌঁছনো মাত্রই খরা কাটে তাঁর।

এজবাস্টনের প্রথম দিনে রুট ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৫২ বলে ১১৮ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। টেস্ট কেরিয়ারে এটি তাঁর ৩০ নম্বর শতরান। এই নিরিখে তিনি টপকে যান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। স্যার ব্র্যাডম্যান বর্ণোজ্জ্বল টেস্ট কেরিয়ারে ২৯টি সেঞ্চুরি করেছেন।

বার্মিংহ্যামে শতরান করা মাত্রই রুট ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেন ও ওয়েস্ট ইন্ডিজের শিবনারান চন্দ্রপলকে। হেডেন ও চন্দ্রপলও ৩০টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে জো রুটের থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করেছেন কেবল অ্যালেস্টার কুক। তিনি ১৬১টি টেস্টে মাঠে নেমে ৩৩টি শতরান করেছেন। রুট ১৩১ নম্বর টেস্টেই ৩০টি শতরানে পৌঁছে যান। সুতরাং, অদূর ভবিষ্যতে টেস্টের ইতিহাসে সব থেকে বেশি শতরানকারী ব্যাটসম্যানদের তালিকায় কুককে টপকে যেতে পারেন রুট।

টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরিকারী ব্যাটসম্যানরা:-
. সচিন তেন্ডুলকর৫১টি
. জ্যাক কালিস৪৫টি
. রিকি পন্টিং৪১টি
. কুমার সাঙ্গাকারা৩৮টি
. রাহুল দ্রাবিড়৩৬টি
. ইউনিস খান৩৪টি
. সুনীল গাভাসকর৩৪টি
. ব্রায়ান লারা৩৪টি
. মাহেলা জয়বর্ধনে৩৪টি
১০. অ্যালেস্টার কুক৩৩টি
১১. স্টিভ ওয়া৩২টি
১২. স্টিভ স্মিথ৩১টি
১৩. ম্যাথু হেডেন৩০টি
১৪. শিবনারায়ন চন্দ্রপল৩০টি
১৫. জো রুট৩০টি

উল্লেখ্য, বার্মিংহ্যামে অ্যাশেজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তারা প্রথম দিনে ৭৮ ওভার ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ৩৯৩ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। রুটের শতরান ছাড়া ওপেনার জ্যাক ক্রাউলি ৬১ ও উইকেটকিপার জনি বেয়ারস্টো ৭৮ রান করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments