অলস্পোর্ট ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই অসুস্থ প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। ক্যান্সারে আক্রান্স তিনি। বিদেশে চলছে চিকিৎসা। কিন্তু বিদেশে ক্যান্সারের চিকিৎসার জন্য যে বিপুল খরচ তা জোগার করতে হিমশিম অবস্থা তাঁর পরিবারের। এই খবর তাঁর সতীর্থদের কাছে এসে পৌঁছনোর পর থেকেই নড়েচড়ে বসেছেন তাঁরা। তাঁর সতীর্থ ও ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আর্জির জানিয়েছিলেন অংশুমান গায়কোয়াড়ের পাশে দাঁড়ানোর জন্য। কপিল বার্তা পেয়েই বোর্ডের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। বিসিসিআই ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য এক কোটি টাকা বরাদ্দ করেছে। তবে কপিল দেব তাঁর প্রিয় সতীর্থর যন্ত্রণা কিছুতেই মানতে পারছেন না।
এদিন আরও একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি অংশুমান গায়কোয়াড়ের উদ্দেশে আর্জি জানিয়েছেন, যেন তিনি তাঁর লড়াই চালিয়ে যান। তিনি তাঁদের ভাল ও মন্দ সময়ের কথা তাঁকে মনে করিয়ে দেন। মনে করিয়ে দেন, যেভাবে বার বার তিনি লড়াই করে ম্যাচ জিতেছেন দেশের হয়ে এবার যেন নিজের হয়ে সেই লড়াইটা দেন।
কপিল তাঁর বার্তায় বলেছেন, ‘‘অংশু, আমি জানি তুমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু সেটা কোনও ব্যাপার নয়। আমরা সবাই জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই। আমার সব ভাল সময় মনে আছে। প্রথম যখন আমি তোমার নেতৃত্বে খেলেছিলাম। তুমি আমার অধিনায়ক ছিলে। আমার এও মনে আছে, যখন আমি অধিনায়ক ছিলাম তখন তুমি পাকিস্তানের বিরুদ্ধে জলন্ধরে জোড়া সেঞ্চুরি করেছিলেন। অনেক ভাল স্মৃতি। কঠিন সময় আসবে এবং চলেও যাবে কিন্তু আমি জানি তুমি একজন যোদ্ধা।’’
শুনুন আর কী কী বলছেন কপিল দেব অংশুমান গায়কোয়াড়ের উদ্দেশে—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার