অলস্পোর্ট ডেস্ক: একে তো হার তার উপর শাস্তি। মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের সময়টা ভাল গেল না। এদিন ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই ম্যাচ শেষ বলে হেরে যায় কলকাতা। তার পরই নেমে এল শাস্তির খারা।
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ম্যাচে ধীরগতির ওভার-রেট বজায় রাখার জন্য ১২ লাখ টাকা জরিমানা করা হল। জস বাটলারের ৬০ বলে অপরাজিত ১০৭ রানের দাপটে কেকেআর রয়্যালসের কাছে দুই উইকেটে হেরে যায়।
“যেহেতু আইপিএলের ন্যূনতম ওভার রেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি তার দলের সিজনে প্রথম অপরাধ ছিল, যার ফলে আইয়ারকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে,” আইপিএল একটি বিবৃতিতে বলেছে।
এটি সাত ম্যাচে রয়্যালসের ষষ্ঠ জয় এবং কেকেআর-এর ছয় ম্যাচে দ্বিতীয় পরাজয়। ঘরের মাঠে পর পর আরও তিনটি ম্যাচ রয়েছে কলকাতার। এর পর রবিবার কলকাতার গরমে কলকাতাকে খেলতে হবে দুপুরে। তার পরের দুটো ম্যাচ অবশ্য রাতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার