অলস্পোর্ট ডেস্ক: গৌতম গম্ভীরকে মোটেও ছাড়তে চাননি কেকেআর দল। কানাঘুষো শোনা গিয়েছিল, কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান নাকি গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক অফার করেছিলেন কেকেআর-এ থেকে যাওয়ার জন্য। কারণ তাঁর আগমনেই দল আবার ঘুরে দাঁড়ানোর পাশাপাসি ট্রফিও জিতে নিয়েছে সদ্য শেষ হওয়া মরসুমে। তিনিই যে দলের লাকি চার্ম তা নিশ্চিত হয়ে গিয়েছে কেকেআর কর্তৃপক্ষের কাছে। তবে জাতীয় দলের কোচিং করানো যে কোনও প্রাক্তনের কাছে গর্বের। যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের অফার ফেরাতে পারেননি প্রাক্তন ভারতীয় ওপেনার। অনেট টানাপড়েনের পর শেষ র্পয়্নত মঙ্গলবার রাতে ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছেন বোর্ড সচিব জয় শাহ।
টি২০ বিশ্বকাপ ২০২৪-এর পর দলের কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। তিনি যে আর এই দায়িত্বে থাকবেন না তা আগাম জানিয়ে দিয়েছিলেন। সেই মতই কোচের খোঁজ শুরু হয়। এবং কলকাতা নাইট রাইডার্সের সাফল্য বোর্ডের কাছে বড় বার্তা নিয়ে আসে। এবার তাহলে ভারতীয় দলকে সাফল্য এনে দেওয়ার পালা। লড়াইটা সহজ নয়। তবে এই পরিস্থিতিতে দলের সদ্য প্রাক্তন মেন্টরকে শুভেচ্ছা জানাতে ভোলেনি নাইট শিবির।
ফ্র্যাঞ্চাইজির এক্স হ্যান্ডলে গম্ভীরের একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের ব্লেজার গায়ে গম্ভীর দাঁড়িয়ে। সামনের টেবলে রাখা কেকেআর জার্সি ও সদ্য জেতা আইপিএল ট্রফি। সেদিকে তাকিয়ে রয়েছেন তিনি। পিছনে দেখা যাচ্ছে তিনটি টেলিভিশন স্ক্রিন। দুটো স্ক্রিনে দেখা যাচ্ছে ২০১২ ও ২০১৪ কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার ছবি। আর একটিতে ব্রেকিং নিউজ ‘হেড কোচ’। টেলিভিশনের পাশে ঝুলছে গৌতম গম্ভীরের ভারতীয় দলের প্লেয়ার জার্সি। পাশে রাখা একটি ট্রলি ব্যাগ। অনেক ভাবনা-চিন্তা করেই এই ছবি বানানো হয়েছে কেকেআর-এর তরফে। ক্যাপশনে লেখা, ‘‘নিজের জাতীয় দলের কোচিং করানোর থেকে আর বড় কোনও সম্মান হতে পারে না।’’
গম্ভীরের অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালের আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তার পর কলকাতা ছেড়ে বিভিন্ন দলে সময় কেটেছে তাঁর। এই মরসুমে তাঁকে আবার ফিরিয়ে এসেছিল ফ্র্যাঞ্চাইজি। ফিরেই মেন্টর হিসেবে দলকে ২০২৪ আইপিএল ট্রফি দিয়েছেন তিনি। এবার লড়াই শুরু দেশের জন্য, অন্য ভূমিকায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার