সুচরিতা সেন চৌধুরী: ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এ পঞ্জাব কিংসের বিরুদ্ধে একাধিক রেকর্ড তৈরি করল কলকাতা নাইট রাইডার্স। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে যে দাপট দেখালেন কেকেআর ব্যাটাররা তাতে আইপিএল-এর রান যে কোথায় পৌঁছতে তা নিয়ে আগাম ধারণা করাটাই ভুল সিদ্ধান্ত। এদিন দুই ওপেনার-সহ ব্যাটারদের দাপটে যখন কলকাতার ব্যাটিং শেষ হল তখন দলের পাশে ২৬১-৬। আইপিএল-এর ইতিহাসে ইডেনে সর্বোচ্চ রানের রেকর্ড করে ফেলল কলকাতা। ১৮তম ওভারেই এই মাঠে করা চেন্নাই সুপার কিংসের ২৩৫ রানের রেকর্ডকে অতিক্রম করে গিয়েছিল টিম কেকেআর। আইপিএল-এ কেকেআর-এর এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। সামগ্রিকভাবে এটি আইপিএলের ষষ্ঠ-সর্বোচ্চ মোট রান।
এই ম্যাচেই আরও একটা রেকর্ড হল ছক্কার। টি২০ ক্রিকেটের ইতিহাসে কোনও একটি ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হল কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে। এর আগের রেকর্ডটি ছিল ৩৯টি ছক্কা। এদিন সেটিকে ছাঁপিয়ে ৪২ ছক্কার রেকর্ড হল। সঙ্গে টি২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও করল পঞ্জাব কিংস।
ইডেন গার্ডেন্সে আইপিএলের সর্বোচ্চ রান
২৬১ – কলকাতা বনাম পঞ্জাব – ২০২৪*
২৩৫ – চেন্নাই বনাম কলকাতা – ২০২৩
২৩২ – কলকাতা বনাম মুম্বই – ২০১৯
২২৮ – হায়দরাবাদ বনাম কলকাতা – ২০১৯
২২৪ – রাজস্থান বনাম কলকাতা – ২০২৪
২২৩ – কলকাতা বনাম রাজস্থান – ২০২৪
আইপিএলের সর্বোচ্চ মোট রান
২০২৪ – হায়দরাবাদ ২৮৭/৩ বনাম বেঙ্গালুরু
২০২৪ – হায়দরাবাদ ২৭৭/৩ বনাম মুম্বই
২০২৪ – কলকাতা ২৭২/৭ বনাম দিল্লি
২০২৪ – হায়দরাবাদ ২৬৬/৭ বনাম দিল্লি
২০১৩ -বেঙ্গালুরু ২৬৩/৫ বনাম পুণে
২০২৪ – কলকাতা ২৬১/৬ বনাম পঞ্জাব
আইপিএলে কেকেআর-এর হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটি
১৮৪* – গৌতম গম্ভীর, ক্রিস লিন বনাম জিএল (রাজকোট, ২০১৭)
১৩৮ – সুনীল নারিন, ফিল সল্ট বনাম পিবিকেএস (কলকাতা, ২০২৪)
১২১ – গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা বনাম আরআর (আহমেদাবাদ, ২০১৪)
১১৩ – গৌতম গম্ভীর, ব্রেন্ডন ম্যাকালাম বনাম পিডব্লুআই (কলকাতা, ২০১২)
আইপিএল ২০২৪-এ সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ
১৩৮ – সুনীল নারিন, ফিল সল্ট বনাম পিবিকেএস, কলকাতা
১৩৪ – কুইন্টন ডি কক, কেএল রাহুল বনাম সিএসকে, লখনউ
১৩১ – অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড বনাম ডিসি, দিল্লি
১২৫ – ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি বনাম আরআর, জয়পুর
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার