Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটরিঙ্কু ঝড়ে উড়ে গেল গুজরাত, দুরন্ত ম্যাচ জয় কেকেআরের

রিঙ্কু ঝড়ে উড়ে গেল গুজরাত, দুরন্ত ম্যাচ জয় কেকেআরের

নিজস্ব সংবাদদাতাঃ শেষ ৫ বলে চাই ২৮ রান। এরকম অবস্থায় কতজন ম্যাচ বার করতে পারে। ৯০ শতাংশ ক্ষেত্রে জয়ের গন্ধ পেতে শুরু করে বিপক্ষ টিম। কিন্তু কেকেআরের যে লর্ড রিঙ্কু রয়েছে। যাকে হিসেবের মধ্যে এতদিন ধরাই হত না। আজ সব হিসেব নিকেশ পুষিয়ে দিলেন রিঙ্কু সিং। ৫ বলে ৫টি ছক্কা মেরে ম্যাচ পকেটে পুরে ফেললো কেকেআর। ৩ উইকেটে ম্যাচে জয় পেল নীতিশ রানারা।

হার্দিক পান্ডিয়ার অসুস্থতার কারণে আজ আমদাবাদে ঘরের মাঠে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছিলেন আফগান তারকা স্পিনার রশিদ খান। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে গুজরাট। বিজয় শঙ্কর ২৪ বলে অপরাজিত ৬৩ করে গুজরাটকে দু’শো পার করিয়ে দেন। ৩৮ বলে ৫৩ করেন সাই সুদর্শন। নাইটদের সুনীল নারিন ৩ উইকেট নেন।

রান তাড়া করতে নামলে শুরুতে কেকেআর ধাক্কা খেলেও, বেঙ্কটেশ আইয়ারের ৪০ বলে দুরন্ত ৮৩ রান অক্সিজেন হয়। এ ছাড়া নীতিশ রানা ২৯ বলে ৪৫ করেন। কিন্তু রিঙ্কুর ২১ বলে ৪৮ রানই ম্যাচ জয়ের স্বাদ এনে দেয়। এই ৪৮ রানের মধ্যে কেকেআর ইনিংসের শেষ ওভারের শেষ ৫ বলেই হয় ৩০ রান। এ বারের আইপিএলে প্রথম ক্যাপ্টেন্সি করলেন রশিদ। আর সেই ম্যাচেই তিনি হ্যাটট্রিক করলেন। এ বারের আইপিএলে এটাই প্রথম হ্যাটট্রিক। তবে এ দিন রশিদ নিজের প্রথম ৩ ওভারে ৩৫ রান দিয়েছিলেন। তবে স্পেলের শেষ ওভারে এসে হ্যাটট্রিক করেন তিনি। সেই সঙ্গে গুজরাটের হাতে ম্যাচের রাশ এনে দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হল কোথায়!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments