Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলবৃষ্টিতে ভেস্তে গেল নাইটদের অনুশীলন, ফাইনালের আগে আবহাওয়াই চিন্তার কারণ

বৃষ্টিতে ভেস্তে গেল নাইটদের অনুশীলন, ফাইনালের আগে আবহাওয়াই চিন্তার কারণ

অলস্পোর্ট ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ আগেই সিদ্ধান্ত নিয়েছিল ফাইনালের আগের দিন কোনও অনুশীলন করবে না। কারণ একদিন আগেই দ্বিতীয় কোয়ালিফায়ারের মতো হাই ইনটেনসিটির ম্যাচে খেলতে হয়েছে। প্লেয়ারদের রিকভারির সময় নেই। তার মধ্যে অনুশীলন করে ক্রিকেটারদের ক্লান্তি আর বাড়াতে চায়নি টিম ম্যানেজমেন্ট। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য ফাইনালের আগের অনুশীলন ছিল গুরুত্বপূর্ণ। কারণ কলকাতা শেষ ম্যাচ খেলেছে ২১ মে। পাঁচদিন পর সরাসরি ফাইনাল ম্যাচ খেলতে নামছেন শ্রেয়াসরা। তার আগে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুশীলন করে নিজেদের শেষ মুহূর্তে প্রস্তুতি সারতে চেয়েছিল  নাইটরা। কিন্তু বাধ সাধল বৃষ্টি। যার পূর্বাভাস ছিলই। ঘূর্ণিঝড় রেমালের কারণে পুরো ভারতেই কম থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার রাত থেকে। এদিন তার একটা ঝলক দেখা গেল চেন্নাইয়ে। ফাইনাল ম্যাচের আগে যা বড় মাথা ব্যথার কারণ দুই ফাইনালিস্টের জন্য।

শনিবার, ফাইনালের আগেরদিন বেশ কিছু পরিকল্পনা ছিল আয়োজকদের। প্রথমে সাংবাদিক সম্মেলনে যোগ দেন দুই অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও প্যাট কামিন্স। এর পর ছিল ট্রফি নিয়ে আউটডোর ফটোসেশন। চেন্নাইয়ের বিখ্যাত মেরিনা বিচে দুই অধিনায়ক ট্রফি নিয়ে ফটোসেশন করেন। কখনও নৌকায় বসে কখনও আবার স্থানীয় যান অটোতে। দু’জনকে অটোতে করে মেরিনা বিচেও পৌঁছতে দেখা যায়। কখনও একা আবার কখনও এক সঙ্গে চলে ট্রফির সঙ্গে ছবি তোলার পর্ব।

তার আগে সাংবাদিক সম্মেলনে এসে কেকেআর অধিনায়ক স্পষ্ট জানিয়ে গিয়েছেন, একদিন আগেই এই মাঠে যে পিচে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হয়েছিল ফাইনালের জন্য সেই পিচ থাকছে না। তিনি বলেন, ‘‘দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হয়েছিল কালো পিচে। ফাইনালের পিচের রঙ লাল। একদম আলাদা পিচ।’’ কালো পিচে স্পিনাররা সাহায্য পেয়েছে। এই পিচে কাঁরা সাহায্য পাবে সেটা সময়ই বলবে বা ইতিমধ্যেই দুই পক্ষের অধিনায়ক, কোচিং স্টাফরা পিচ দেখে তার একটা আগাম ধারনা পেয়ে গিয়েছেন। আর সে জন্যই এদিনের অনুশীলন খুব গুরুত্বপূর্ণ ছিল কলকাতার জন্য। তবে শ্রেয়াস বলছেন, ফাইনাল ম্যাচের ফল নির্ভর করবে সেই সময়ের মানসিক অবস্থানের উপর।

এদিন ফ্লাড লাইটে অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা। মাঠেও নেমেছিল দল। ওয়ার্ম আপের জন্য ফুটবল খেলার মাঝেই বৃষ্টি আসে। তড়িঘড়ি মাঠ ছেড়ে উঠে প্লেয়ারদের উঠে পড়তে হয়। সঙ্গে সঙ্গেই ঢেকে ফেলা হয় পুরো মাঠ।  এদিন কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে দেখা যায় দীর্ঘ সময় পিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে। এটা তাঁর পুরনো অভ্যেস। তাঁর পিচ রিডিং যে কোনও দলের জন্য বড় ভরসার জায়গা। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও বোলিং কোচ ভরত অরুণ।

আবহাওয়ার পূর্বাভাস বলছে রবিবার চেন্নাইয়ের বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে এবং আর্দ্রতা থাকবে। তবে রেমালের জন্য হঠাৎ আসা বৃষ্টির সম্ভাবনাকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে রেমাল বঙ্গোপসাগরের উত্তরে রয়েছে। যার প্রভাব খুব সামান্যই পড়তে পারে।  কিন্তু ম্যাচ ভেস্তে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। যদি তেমনটা হয় তাহলে রিজার্ভ ডে রয়েছে। সোমবার আবহাওয়া একদম পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।   

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments