অলস্পোর্ট ডেস্ক: স্টার ইন্ডিয়া ব্যাটার কেএল রাহুল তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জল্পনার একটি বিশাল জায়গা তৈরি করে দিয়েছিলেন। তিনি একদিন আগেই লিখেছিলেন, “আমার একটি ঘোষণা আছে, সাথে থাকুন…”, রাহুল ইনস্টাগ্রামে লেখেন। এর প্রতিক্রিয়ায়, সোশ্যাল মিডিয়ায় রাহুলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করতে শুরু করেন হয়তো অবসরের ঘোষণা করবেন তিনি। কারণ বেশ কয়েকটি সিরিজ হয়ে গেলেও ভারতীয় দলে জায়গা ফিরে পাননি তিনি। এছাড়া তাঁর নিয়মিত জায়গা, ভারতের টি-টোয়েন্টি দলেও জায়গা হারিয়েছেন।
তবে তেমন কিছুই নয়। সব জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন পোস্ট করেন তিনি। মনে করা হচ্ছে যে ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছিলেন, এটাই সেই পোস্ট। রাহুল তার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সমস্ত গুজব উড়িয়ে দিয়েছেন বলে মনে হচ্ছে। নতুন পোস্টে যা জানা যাচ্ছে। রাহুল এবং তার স্ত্রী আথিয়া শেঠি বিশেষ শিশুদের জন্য বড় একটি উদ্যোগ নিয়েছেন। একটি বড় নিলামের আয়োজন করেছিলেন এই দম্পতি। সেখান থেকে যে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ হয়েছে তা দিয়েই বিশেষ শিশুদের স্বার্থে কাজ করবেন তাঁরা।
সেই নিলামে রাহুল তাঁর বর্তমান এবং প্রাক্তন সতীর্থদের জার্সি থেকে ক্রিকেট ব্যাট পর্যন্ত নিলাম করার ব্যবস্থা করেন। রাহুল এবং আথিয়া নিলাম থেকে ১.৯৩ কোটি টাকা সংগ্রহ করেছেন, বলেই জানা গিয়েছে।
নিলামে বিরাট কোহলির জার্সি ছিল সবচেয়ে দামি, বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়। প্রকৃতপক্ষে, দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল ক্রয়, ২৮ লাখটাকায় রেকর্ড করা কোহলির গ্লাভস জোড়া।
বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি এবং রাহুল দ্রাবিড়ের তিনটি ব্যাট যথাক্রমে ২৪ লাখ, ১৩ লাখ এবং ১১ লাখ টাকায় বিক্রি হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার