অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে লোকেশ রাহুল একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন। যে পোস্ট সব জল্পনা থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আইপিএল যে আর খেলতে পারছেন না তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। তার পরও ক্ষিণ একটা আশা ছিল যে ফিট হয়ে ফিরবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে। কিন্তু সেটাও হচ্ছে না। এদিন সোশ্যাল মিডিয়া পোস্ট করে লোকেশ রাহুল জানিয়ে দিলেন, আগামী মাসে ওভালে যেতে পারছেন না তিনি।
লখনউ সুপার জায়ান্ট অধিনায়ক এবং ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার কেএল রাহুলশুক্রবার তাঁর পোস্টে লেখেন, ‘‘ভালমতো দেখার পর এবং মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়েছে যে আমার দ্রুত অস্ত্রোপচার করাতে হবে থাইয়ে। আমারী সপ্তাহগুলোতে আমার ফোকাস থাকবে সুস্থ হয়ে ওঠার পদ্ধতিতে। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল, তবে আমি জানি পুরো সুস্থ হয়ে ওঠার জন্য এটাই সঠিক রাস্তা।’’
গত ১-মে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচে চোট পান রাহুল। তাঁর অবর্তমানে লখনউ সুপার জায়ান্টের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে ক্রুনাল পাণ্ডিয়ার হাতে। চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে ক্রুনালকে। ইনস্টাগ্রাম পোস্টে রাহুল আরও লেখেন, ‘‘চোট কখনও সহজ হয় না। তবে আমি নিজেকে সুস্থ করে তোলার জন্য নিজের একশো শতাংশ দিই। আমাকে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’’
রাহুলের না থাকা লখনউ দলের জন্য বড় ধাক্কা। এই মরসুমে প্লে-অফে পৌঁছনোরও একটা সুযোগ রয়েছে। এই মুহূর্তে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ। ১০ ম্যাচে পাঁচটি জয় ও চারটি হার রয়েছে তাদের ঝুলিতে। একটি ম্যাচের কোনও ফল হয়নি। ক্ষতি হল ভারতীয় দলেরও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দলেও রাখা হয়েছিল তাঁকে। এবার তাঁর পরিবর্ত খুঁজতে হবে বিসিসিআইকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com