Tuesday, January 21, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটআইপিএলে সবথেকে ধীরগতির ইনিংস কে এল রাহুলের

আইপিএলে সবথেকে ধীরগতির ইনিংস কে এল রাহুলের

নিজস্ব সংবাদদাতাঃ চলতি আইপিএলে রাহুল বারবার সমালোচনার মুখে পড়ছেন তাঁর ধীরগতির ব্যাটিংয়ের জন্য। ঠিক যেমনটি ঘটল শনিবার একানা স্টেডিয়ামে। সেখানে গুজরাট টাইটানসের বিরুদ্ধে এতটাই ধীরগতিতে ব্যাটিং করলেন তিনি যে ইনিংসের শেষ পর্যন্ত মাঠে থেকেও দলকে জেতাতে ব্যর্থ হলেন রাহুল। পাশাপাশি গড়ে ফেললেন এক লজ্জার এক নজিরও।

আইপিএলে অন্ততপক্ষে ৬০ বল খেলে এক ইনিংসে সবথেকে মন্থর স্ট্রাইকরেট রাখা ব্যাটারদের তালিকায় তুলে ফেললেন নিজের নাম। এই তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। ২০০৯ সালে ডারবানে মুম্বই বনাম পঞ্জাব ম্যাচে তিনি ৬৩ বল খেলে তিনি করেছিলেন ৫৯ রান। স্ট্রাইক রেট ৯৩.৬৫। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যারন ফিঞ্চ। ২০১৪ সালে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মু্ম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে ফিঞ্চ ৬২ বলে করেছিলেন ৬৮ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল ১০৯.৬৮। শনিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে গুজরাটের বিরুদ্ধে ৬১ বলে কেএল রাহুল করেন ৬৮ রান। এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১১১.৪৮।

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শুভমন গিল। তিনি ২০২০ সালে আবুধাবিতে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে ৬২ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। তখন তাঁর স্ট্রাইক রেট ছিল ১১২.৯। ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের মধ্যে হওয়া মোহালিতে ম্যাচেও ডেভিড ওয়ার্নার ৬২ বল খেলে ৭০ রানে অপরাজিত ছিলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১১২.৯।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments