অলস্পোর্ট ডেস্ক: গুজরাট টাইটান্স আইপিএল ২০২৫ মেগা নিলামের দ্বিতীয় দিন ৩.২০ কোটি টাকায় ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়েছে। প্রথম দিন জিটি তাদের মার্কি সাইনিং হিসাবে জস বাটলার (১৫.৭৫ কোটি টাকা), মহম্মদ সিরাজ (১২.২৫ কোটি টাকা), এবং কাগিসো রাবাদা (১০.৭৫ কোটি টাকা)-কে দলে পেয়েছে। এর সঙ্গে ভারতীয়, বিদেশির পাশাপাশি অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের মিশেলে ভারসাম্যযুক্ত দল তৈরি করতে সক্ষম হয়েছে, বলাই যায়।
আইপিএল ২০২৫ নিলাম শেষে গুজরাত টাইটান্স দল:
১) কাগিসো রাবাদা: ১০.৭৫ কোটি টাকা
২) জস বাটলার: ১৫.৭৫ কোটি টাকা
৩) মহম্মদ সিরাজ: ১২.২৫ কোটি
৪) প্রসিধ কৃষ্ণ – ৯.৫০ কোটি টাকা
৫) নিশান্ত সিন্ধু – ৩০ লক্ষ টাকা
৬) মহিপাল লোমরর – ১.৭ কোটি টাকা
৭) কুমার কুশাগ্রা – ৬৫ লক্ষ টাকা
৮) অনুজ রাওয়াত – ৩০ লক্ষ টাকা
৯) মানব সুথার – ৩০ লক্ষ টাকা
১০) ওয়াশিংটন সুন্দর – ৩.২০ কোটি টাকা
১১) জেরাল্ড কোয়েটজি – ২.৪০ কোটি টাকা
১২) আরশাদ খান – ১.৩ কোটি টাকা
১৩) গুরনূর ব্রার – ১.৩ কোটি টাকা
১৪) শেরফেন রাদারফোর্ড – ২.৬ কোটি টাকা
১৫) সাই কিশোর – ২ কোটি টাকা
১৬) ইশান্ত শর্মা – ৭৫ লক্ষ টাকা
১৭) জয়ন্ত যাদব – ৭৫ লক্ষ টাকা
১৮) গ্লেন ফিলিপস – ২ কোটি টাকা
১৯) করিম জানাত – ৭৫ লাখ টাকা
২০) কুলবন্ত খেজরোলিয়া – ৩০ লক্ষ টাকা
ধরে রাখা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা: রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫০ কোটি), সাই সুধারসন (৮.৫০ কোটি), রাহুল তেওয়াটিয়া (৫ কোটি), শাহরুখ খান (৪ কোটি)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার