অলস্পোর্ট ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার আউটের খেলা ১৯ জুন থেকে শুরু হতে চলেছে এবং আটটি দলের মধ্যে সাতটি ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। ২৪ জুন ভারতের সামনে ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে হারের বদলা নেওয়ার সুযোগ। অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের সুপার আটে খেলতে হবে রোহিদের। টিম ইন্ডিয়া গ্রুপ এ শীর্ষে থেকেই যোগ্যতা অর্জন করেছে, চারটের মধ্যে তিনটি ম্যাচ জিতেছে এবং শেষ ম্যাচটি ভেস্তে গিয়েছে। বাংলাদেশ সুপার আটের অষ্টম দল হতে পারে, নেদারল্যান্ডসেরও সুযোগ রয়েছে।
সুপার আট খেলতে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজে চলে যেতে হবে। ভারতের সুপার আটের তিনটি ম্যাচই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হবে। ২০ জুন বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে সুপার আট পর্বের প্রথম ম্যাচ খেলবে ভারত।
২০২৪ টি২০ বিশ্বকাপে সুপার আট ফর্ম্যাট, গ্রুপ এবং টিম ইন্ডিয়ার সময়সূচী-
সুপার আট গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে যায়।
সুপার আট গ্রুপ
গ্রুপ ১: ভারত (এ১), অস্ট্রেলিয়া (বি২), আফগানিস্তান (সি১), বাংলাদেশ/নেদারল্যান্ডস (ডি২)
গ্রুপ ২: ইউএসএ (এ২), ইংল্যান্ড (বি১), ওয়েস্ট ইন্ডিজ (সি২), দক্ষিণ আফ্রিকা (ডি১)
ভারতের খেলা-
২০ জুন: বনাম আফগানিস্তান, কেনসিংটন ওভাল, বার্বাডোস [ভারতীয় সময় রাত ৮টা]
২২ জুন: বনাম বাংলাদেশ/নেদারল্যান্ডস, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া [ভারতীয় সময় রাত ৮টা]
২৪ জুন: বনাম অস্ট্রেলিয়া, ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া [ভারতীয় সময় রাত ৮টা]
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার