অলস্পোর্ট ডেস্ক: বিরাট কোহলির দক্ষতা এবং রোহিত শর্মার অনুপ্রেরণামূলক অধিনায়কত্বের মাধ্যমে আইসিসি ট্রফি জয় ভারতের যন্ত্রণাদায়ক ১১ বছরের অপেক্ষার অবসান ঘটাল। তারকা-খচিত ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে। শনিবার বার্বাডোজ কেনসিংটন ওভালে টস জিতে অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৬৯/৮-এ শেষ হয়ে যায়। ট্রফি জয়ের উৎসবের সঙ্গে পুরস্কার মূল্যও রয়েছে আকাশ ছোঁয়া। জেনে নেওয়া যাক কে কত টাকা পেল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের পুরস্কার মূল্য কত ছিল?
টিম ইন্ডিয়া, ২০২৪ টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) থেকে ২.৪৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২০.৪২ কোটি টাকা) পেয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা কত পুরস্কার মূল্য পেল?
দক্ষিণ আফ্রিকা, যারা ট্রফির লড়াইয়ে মাত্র ৭ রানের ব্যবধানে হেরে রানার্স হল, তারা ১.২৮ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ১০.৬৭ কোটি টাকা) পেল।
সেমিফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড ও আফগানিস্তান কত করে পুরস্কার মূল্য পেল?
ইংল্যান্ড এবং আফগানিস্তান উভয়েই, যারা সেমিফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পর টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল, তারা প্রত্যেকে ৭৮৭,৫০০ ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬.৫৬ কোটি টাকা) পেয়েছে।
ভারতের জন্য এই বিপুল আর্থিক পূরস্কারকে ছাঁপিয়ে গেল ১৪০ কোটি দেশবাসীর আবেগ। যখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রাত জাগছিল পুরো ভারতীয় দল তখন রাস্তায় উৎসবের আবহে রাত জাগলে পুরো দেশ। ২০১৩ সালের পর ভারতের প্রথম আইসিসি ট্রফি এবং ২০০৭ সালের পর প্রথম টি২০ বিশ্বকাপ ও ২০১১-র পর বিশ্বকাপ ট্রফি জিতল ভারত। এই জয় অনেকের অনেক ক্ষতে মলমের কাজ করে গেল।
ভারতীয় দলের তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা চ্যাম্পিয়ন হয়েই টি২০-কে বিদায় জানালেন। পাশাপাশি দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও ছিল উপযুক্ত বিদায়। এই ট্রফিতে লেখা থাকবে অনেক কাহিনী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার