Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
HomeআইপিএলTeam CSK 2025: পুরনোদের ধরে রেখেই দল সাজিয়েছে চেন্নাই, জেনে নিন

Team CSK 2025: পুরনোদের ধরে রেখেই দল সাজিয়েছে চেন্নাই, জেনে নিন

অলস্পোর্ট ডেস্ক: প্লেয়ার রিটেনশনের সময় জটিলতা দেখা দিয়েছিল এমএস ধোনিকে নিয়ে। চেন্নাই সুপার কিংসের ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে এই নাম। একটা সময় তাঁর হাতেই ছিল অধিনায়কত্বের দায়িত্ব। তিনি নিজে থেকে না ছাড়লে হয়তো কর্তৃপক্ষ তাঁকেই রেখে দিত। কিন্তু তিনি নিজেই বার বার এই দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে দিতে চেয়েছে। শুরু রবীন্দ্র জাডেজাকে দিয়ে আবার তা ফিরিয়ে নিতে হয়েছিল। গত মরসুমে সেই দায়িত্ব নেন রুতুরাজ গায়কোয়াড়। তবে যাই বদলে যাক না কেন ধোনিকে দল ধরে রেখে কোনও না কোনও পরিকল্পনা। যখন রুতুরাজের নামের পাশে ১৮ কোটি তখন ধোনির জন্য ৪ কোটি। কিন্তু তিনিই চেন্নাই দলের ভরসার অপর নাম।

আইপিএল ২০২৫ নিলাম শেষে কেমন হল চেন্নাই সুপার কিংস দল:

১) রবিচন্দ্রন অশ্বিন (৯.৭৫ কোটি টাকা)

২) ডেভন কনওয়ে (৬.২৫ কোটি টাকা)

৩) রাচিন রবীন্দ্র (৪ কোটি টাকা)

৪) রাহুল ত্রিপাঠি (৩.৪০ কোটি)

৫) খলিল আহমেদ (৪.৮০ কোটি)

৬) নুর আহমেদ (১০ কোটি টাকা)

৭) বিজয় শঙ্কর (১.২০ কোটি টাকা)

৮) স্যাম কুরান (২.৪০ কোটি টাকা)

৯) আনশুল কাম্বোজ (৩.৪০ কোটি টাকা)

১০) গুরজাপনীত সিং (২.২০ কোটি টাকা)

১১) নাথান এলিস (২ কোটি টাকা)

১২) দীপক হুডা (১.৭০ কোটি)

১৩) মুকেশ চৌধুরী (৩০ লাখ টাকা)

১৪) শেখ রশিদ (৩০ লাখ টাকা)

১৫) বংশ বেদী (৫৫ লাখ টাকা)

১৬) আন্দ্রে সিদ্ধার্থ (৩০ লক্ষ টাকা)

১৭) শ্রেয়াস গোপাল (৩০ লক্ষ টাকা)

১৮) রামকৃষ্ণ ঘোষ (৩০ লক্ষ টাকা)

১৯) কমলেশ নগরকোটি (৩০ লক্ষ টাকা)

২০) শাইক রশিদ (৩০ লক্ষ টাকা)

চেন্নাই সুপার কিংসের ধরে রাখা প্লেয়ার: রুতুরাজ গায়কওয়াদ (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), এমএস ধোনি (৪ কোটি)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments