Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
HomeআইপিএলTeam DC 2025: কেএল রাহুল, মিচেল স্টার্ককে নিয়ে কেমন দল গড়ল দিল্লি

Team DC 2025: কেএল রাহুল, মিচেল স্টার্ককে নিয়ে কেমন দল গড়ল দিল্লি

অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৫ মেগা নিলামের দিল্লি ক্যাপিটালসের সব থেকে বড় চুক্তি অবশ্যই কেএল রাহুলের। যাঁর জন্য ১৪ কোটি চাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজি। আইপিএল ২০২৪-বিজয়ী পেসার মিচেল স্টার্কও ১১.৭৫ কোটি টাকায় ডিসিতে যোগ দিয়েছেন, যখন তাঁর সতীর্থ অস্ট্রেলিয়ান জেক ফ্রেজার-ম্যাকগার্ককে আরটিএস-এর মাধ্যমে ৯ কোটি টাকায় দলে ফিরিয়ে আনা হয়েছে। টি নটরাজন আরেকটি বড় প্রাপ্তি, যিনি ১০.৭৫ কোটি টাকায় ডিসি-তে যোগদান করেছে। যেখানে আনক্যাপড পাওয়ার-হিটার আশুতোষ শর্মাকে ৩.৮ কোটি টাকায় কেনা হয়েছে। ভারতের পেসার মুকেশ কুমার ডিসির আরটিএম পিক ছিলেন, তাঁকে ৪ কোটিতে কিনেছে।

দিল্লি ক্যাপিটালসের নিলামে কেনা খেলোয়াড়ের সম্পূর্ণ তালিকা:

১) মিচেল স্টার্ক: ১১.৭৫ কোটি টাকা

২) কেএল রাহুল: ১৪ কোটি টাকা

৩) হ্যারি ব্রুক – ৬.২৫ কোটি টাকা

৪) জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক – ৯ কোটি টাকা

৫) টি নটরাজন – ১০.৭৫ কোটি টাকা

৬) করুণ নায়ার – ৫০ লক্ষ টাকা

৭) সমীর রিজভী – ৯৫ লক্ষ টাকা

৮) আশুতোষ শর্মা – ৩.৮ কোটি টাকা

৯) মোহিত শর্মা – ২.২ কোটি টাকা

১০) ফাফ ডু প্লেসিস – ২ কোটি রুপি

১১) মুকেশ কুমার – ৮ কোটি টাকা

১২) দর্শন নালকান্দে – ৩০ লক্ষ টাকা

১৩) বিপ্রজ নিগম – ৫০ লক্ষ টাকা

১৪) দুষ্মন্ত চামেরা – ৭৫ লক্ষ টাকা

১৫) ডোনোভান ফেরেরা – ৭৫ লক্ষ টাকা

১৬) অজয় ​​মন্ডল – ৩০ লক্ষ টাকা

১৭) মানবন্ত কুমার এল – ৩০ লক্ষ টাকা

১৮) ত্রিপুরানা বিজয় – ৩০ লক্ষ টাকা

১৯) মাধব তিওয়ারি – ৪০ লক্ষ টাকা

    ডিসির ধরে রাখা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা: অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি টাকা), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি টাকা), ট্রিস্টান স্টাবস (১০ কোটি টাকা), অভিষেক পোড়েল (৪ কোটি টাকা – আনক্যাপড)

    খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

    অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments