অলস্পোর্ট ডেস্ক: ২০২৪ আইপিএল মরসুম মোটেও ভাল যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের। সঙ্গে ছিল একরাশ বিতর্ক। তবে এবার লক্ষ্য ঘুরে দাঁড়ানো, নিলামের মঞ্চ থেকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলের মালিক আকাশ আম্বানি। সেই মতই এবার দল তৈরি করেছে মুম্বই। পাঁচবারের চ্যাম্পিয়নস মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৫ মেগা নিলামে রীতিমতো পরিকল্পনা অনুযায়ী প্লেয়ার কিনেছে। নিলামের আগে পাঁচজন খেলোয়াড়কে ধরে রেখে, এমআই সৌদি আরবের জেদ্দায় দুই দিনের ইভেন্টে ১৮ জন খেলোয়াড়কে দলে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজি থেকে তিন বছর দূরে থাকার পর, ট্রেন্ট বোল্ট ১২.৫ কোটি টাকায় দলে ফিরেছেন। দীপক চাহার, উইল জ্যাকস এবং আল্লাহ গজানফর দলের উল্লেখযোগ্য প্লেয়ারের মধ্যে অন্যতম।
আইপিএল ২০২৫ নিলামে মুম্বই ইন্ডিয়ান্স দ্বারা কেনা খেলোয়াড় –
১) ট্রেন্ট বোল্ট – ১২.৫ কোটি টাকা
২) নমন ধীর – ৫.২৫ কোটি টাকা
৩) রবিন মিঞ্জ – ৬৫ লক্ষ টাকা
৪) কর্ণ শর্মা – ৫০ লক্ষ টাকা
৫) রায়ান রিকেলটন – ১ কোটি টাকা
৬) দীপক চাহার – ৯.২৫ কোটি টাকা
৭) আল্লাহ গাজানফর – ৪.৮ কোটি টাকা
৮) উইল জ্যাকস – ৫.২৫ কোটি টাকা
৯) অশ্বনী কুমার – ৩০ লক্ষ টাকা
১০) মিচেল স্যান্টনার – ২ কোটি রুপি
১১) রিস টপলে – ৭৫ লক্ষ টাকা
১২) শ্রীজিথ কৃষ্ণান – ৩০ লক্ষ টাকা
১৩) রাজ অঙ্গদ বাওয়া – ৩০ লক্ষ টাকা
১৪) সত্যনারায়ণ রাজু – ৩০ লক্ষ টাকা
১৫) বেভন জ্যাকবস – ৩০ লক্ষ টাকা
১৬) অর্জুন তেন্ডুলকার – ৩০ লক্ষ টাকা
১৭) লিজাদ উইলিয়ামস – ৭৫ লক্ষ টাকা
১৮) ভিগনেশ পুথুর – ৩০ লক্ষ টাকা
ধরে রাখা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা: যশপ্রীত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পাণ্ড্যে (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০কোটি), তিলক ভার্মা (৮ কোটি)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার