অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৫ মেগা নিলামে যে একাধিক চমক থাকবে তা নিয়ে কোনও সন্দেহই ছিল না। সবার নজর যাঁদের দিকে ছিল তাঁরা তো চমক দিয়েছেনই, যাঁদের নিয়ে ভাবা হয়নি তাঁরাও নিলামের বাজারে রীতিমতো চমকে দিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম যেমন ভেঙ্কটেশ আইয়ার তেমন একাধিক আন ক্যাপড প্লেয়ার বড় অঙ্ক তুলে নিয়ে জায়গা শক্ত করেছেন। যদিও শোনা যাচ্ছে লখনউ সুপার জায়ান্ট কর্তা ঋষভ পন্থকে ২৭ কোটিতে নিয়ে আফসোস করছেন। তবে দেশের এক নম্বর উইকেটকিপার ব্যাটার আশা করা যায় তাঁকে হতাশ করবেন না। অন্যদিকে তাঁর ঠিক আগেই সর্বোচ্চ মূল্যের রেকর্ড করেছিলেন গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক। তাঁর হাত ধরেই পঞ্জাব ঘুরে দাঁড়াতে চাইবে।
দেখে নেওয়া যাক প্রথম দিনের শেষে তারকাদের সঙ্গে নবাগতদের কারা বাজিমাত করলেন।
আইপিএল ২০২৫ নিলামের প্রথম দিন সর্বোচ্চ মূল্যের পাঁচ তারকা ক্রিকেটার
১) ঋষভ পন্থ: ২৭ কোটি টাকা (লখনউ সুপার জায়ান্ট)
২) শ্রেয়াস আইয়ার: ২৬.৭৫ কোটি টাকা (পঞ্জাব কিংস)
৩) ভেঙ্কটেশ আইয়ার: ২৩.৭৫ কোটি টাকা (কলকাতা নাইট রাইডার্স)
৪) আর্শদীপ সিং: ১৮ কোটি টাকা (পঞ্জাব কিংস)
৫) যুজবেন্দ্র চাহাল: ১৮ কোটি টাকা (পঞ্জাব কিংস)
প্রথম দিনের শেষে সবচেয়ে ব্যয়বহুল আনক্যাপড খেলোয়াড়:
১) রাসিখ সালাম দার: ৬ কোটি টাকা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
২) নমন ধীর: ৫.২৫ কোটি টাকা (মুম্বই ইন্ডিয়ান্স)
৩) নেহাল ওয়াধেরা: ৪.২০ কোটি টাকা (পঞ্জাব কিংস)
৪) আব্দুল সামাদ: ৪.২০ কোটি টাকা (লখনউ সুপার জায়ান্ট)
৫) আশুতোষ শর্মা: ৩.৮০ কোটি (দিল্লি ক্যাপিটালস)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার