অলস্পোর্ট ডেস্ক: এই আইপিএল-এর নিলামে সব থেকে আলোচনায় যিনি ছিলেন তিনি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রথম দিন নিলামের শুরুতেই তাঁর নিলাম হয়। কলকাতা শুরু করলেও বেশি দূর এগোয়নি। কিন্তু মরিয়া ছিল পঞ্জাব কিং। প্রাথমিকভাবে আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ মূল্যের প্লেয়ার হিসেবে নাম লিখিয়ে ফেলেছিলেন তিনিই। যদিও ২০ মিনিটের মধ্যে সেই রেকর্ড ভেঙে দেন ঋষভ পন্থ। তবে তাতে পিছিয়ে পড়েনি প্রীতি জিন্টার দল। বরং ভারতীয় প্লেয়ারদের পিছনে বড় টাকা খরচ করেছে পঞ্জাব। সেই তালিকায় রয়েছেন যুজবেন্দ্র চাহাল থেকে আর্শদীরপ সিং।
আইপিএল ২০২৫-এর নিলামে যাঁদের কিনে নিল পঞ্জাব কিংস:
১) শ্রেয়াস আইয়ার (২৬.৭৫ কোটি টাকা)
২) যুজবেন্দ্র চাহাল (১৮ কোটি টাকা)
৩) আর্শদীপ সিং (১৮ কোটি টাকা)
৪) মার্কাস স্টয়নিস (১১ কোটি টাকা)
৫) গ্লেন ম্যাক্সওয়েল (৪.২০ কোটি টাকা)
৬) নেহাল ওয়াধেরা (৪.২০ কোটি টাকা)
৭) হরপ্রীত ব্রার (১.৫০ কোটি টাকা)
৮) মার্কো জানসেন (৭ কোটি টাকা)
৯) প্রিয়াংশ আর্য (৩.৮০ কোটি টাকা)
১০) জশ ইঙ্গলিস (২.৬০ কোটি টাকা)
১১) আজমতুল্লাহ ওমরজাই (২.৪০ কোটি টাকা)
১২) লকি ফার্গুসন (২ কোটি টাকা)
১৩) অ্যারন হার্ডি (১.২৫ কোটি টাকা)
১৪) জেভিয়ার বার্টলেট (৮০ লাখ টাকা)
১৫) কুলদীপ সেন (৮০ লাখ টাকা)
১৬) পাইলা অবিনাশ (৩০ লাখ টাকা)
১৭) সূর্য্যশ সেজ (৩০ লাখ টাকা)
১৮) মুশির খান (৩০ লাখ টাকা)
১৯) হারনূর পান্নু (৩০ লাখ টাকা)
২০) প্রবীণ দুবে (৩০ লাখ টাকা)
২১) বিষ্ণু বিনোদ (৯৫ লাখ টাকা)
২২) ভিশক বিজয় কুমার (১.৮০ কোটি টাকা)
২৩) যশ ঠাকুর (১.৮০ কোটি টাকা)
পঞ্জাব কিংস যাঁদের ধরে রেখেছে: শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার