অলস্পোর্ট ডেস্ক: রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৫ মেগা নিলামের প্রথম দিন খুব বেশি সক্রিয় ছিল, রবিবারই কিছু বড় নামকে দলে নিয়ে শুরুতেই গুছিয়ে নিয়েছিল। জোফরা আর্চার সবচেয়ে ব্যয়বহুল ক্রয় আরআর-এর। তাদেরই প্রাক্তন খেলোয়াড়কে ১২.৫০ কোটি টাকায় ফিরিয়ে এনেছে দলে। তাদের মূল দলের খেলোয়াড়দের ধরে রেখে, রাজস্থান মহেশ থেকশানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, নীতীশ রানা, তুষার দেশপান্ডে এবং ফজলহক ফারুককে কিনে দলকে শক্তিশালী করেছে। নিলামের দ্বিতীয় দিন আরআর বেশিরভাগই আনক্যাপড ভারতীয়দের উপর জোড় দিয়েছে।
আইপিএল ২০২৫ নিলামে কাদের কিনে নিল রাজস্থান রয়্যালস:
১) জোফরা আর্চার – ১২.৫ কোটি টাকা
২) মহেশ থেকশান – ৪.৪ কোটি টাকা
৩) ওয়ানিন্দু হাসরাঙ্গা – ৫.২৫ কোটি টাকা
৪) আকাশ মাধওয়াল – ১.২ কোটি টাকা
৫) কুমার কার্তিকেয় – ৩০ লক্ষ টাকা
৬) নীতীশ রানা – ৪.৪০ কোটি টাকা
৭) তুষার দেশপান্ডে – ৬.৫০ কোটি টাকা
৮) শুভম দুবে – ৮০ লক্ষ টাকা
৯) যুধবীর সিং – ৩৫ লক্ষ টাকা
১০) ফজলহক ফারুকী – ২ কোটি টাকা
১১) বৈভব সূর্যবংশী – ১.১ কোটি টাকা
১২) কেওয়ানা মাফাকা – ১.৫ কোটি টাকা
১৩) কুনাল রাঠৌর – ৩০ লক্ষ টাকা
১৪) অশোক শর্মা – ৩০ লক্ষ টাকা
ধরে রাখা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা: সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমেয়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার