অলস্পোর্ট ডেস্ক: গতবারের রানার্স। অল্পের জন্য কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে রানার্স হয়ে থাকতে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। এবার খুব মেপে দল গড়েছে তারা। ধরে রাখা প্লেয়ারদের পিছনে বড় টাকা খরচ করে নিলামে হিসেব করে প্লেয়ার কেনার দিকে মন দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিক। সেই তালিকায় সব থেকে বড় চমক অবশ্যই ঈশান কিষান। মহম্মদ শামিও গিয়েছেন এই দলে। এর আগে হেনরিখ ক্লাসেকে ২৩ কোটিতে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল দল। সঙ্গে সদ্য ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেকে নজর কাড়া নীতীশ কুমার রেড্ডিকেও তারা ধরে রেখেছিল। এবার চ্যাম্পিয়নের লক্ষ্যেই দল গড়েছে হায়দরাবাদ।
আইপিএল ২০২৫ নিলামে যাঁদের কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ:
১) ঈশান কিষান (১১.২৫ কোটি)
২) মহম্মদ শামি (১০ কোটি)
৩) হর্ষল প্যাটেল (৮ কোটি)
৪) অ্যাডাম জাম্পা (২.৪০ কোটি)
৫) রাহুল চাহার (৩.২০ কোটি)
৬) অভিনব মনোহর (৩.২০ কোটি)
৭) অথর্ব তাইদে (৩০ লাখ টাকা)
৮) সিমারজিৎ সিং (১.৫ কোটি টাকা)
৯) এশান মালিঙ্গা (১.২০ কোটি টাকা)
১০) ব্রাইডন কারস (১ কোটি টাকা)
১১) জয়দেব উনাদকাট (১ কোটি টাকা)
১২) কামিন্দু মেন্ডিস (৭৫ লাখ টাকা)
১৩) জিশান আনসারি (৪০ লাখ টাকা)
১৪) অনিকেত ভার্মা (৩০ লাখ টাকা),য
১৫) অথর্ব তাইদে (৩০ লাখ টাকা)
যাদের ধরে রাখল সানরাইজার্স হায়দরাবাদ: হেনরিখ ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৪ কোটি), নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার