অলস্পোর্ট ডেস্ক: ২৩.৭৫ কোটি টাকায় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়ে রীতিমতো সবাইকে চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও তিনি তাদের আইপিএল ২০২৪-জয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু তাঁকে ছেড়ে দিয়েছিল দল। নিলামে বিপুল টাকার বিনিময়ে তাঁকে কিনে নিল কেকেআর। সেই দল থেকে চারজন খেলোয়াড়কে কেনার পরে, কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৫ মেগা নিলামের দ্বিতীয় দিনেও কিছু অপ্রত্যাশিত পছন্দ করেছে। সীমিত বাজেটে শীর্ষ খেলোয়াড় কেনার দিকে ফোকাস ছিল তাদের এবং তারা অনেকাংশে সফল হয়েছে। তারা রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মণীশ পান্ডে, অজিঙ্কা রাহানে, মঈন আলি, স্পেন্সার জনসনের মতো প্লেয়ার কিনে নিয়েছে।
আইপিএল ২০২৫ নিলামে কেকেআর যাঁদের কিনে নিল:
১) ভেঙ্কটেশ আইয়ার – ২৩.৭৫ কোটি টাকা
২) কুইন্টন ডি কক – ৩.৬ কোটি টাকা
৩) রহমানুল্লাহ গুরবাজ – ২ কোটি টাকা
৪) এনরিচ নর্তজে – ৬.৫ কোটি টাকা
৫) অঙ্গকৃশ রঘুবংশী – ৩ কোটি টাকা
৬) বৈভব অরোরা – ১.৮ কোটি টাকা
৭) মায়াঙ্ক মার্কান্ডে – ৩০ লক্ষ টাকা
৮) রোভম্যান পাওয়েল – ১.৫ কোটি টাকা
৯) মণীশ পান্ডে – ৭৫ লক্ষ টাকা
১০) স্পেন্সার জনসন – ২.৮ কোটি টাকা
১১) লুভনিথ সিসোদিয়া – ৩০ লক্ষ টাকা
১২) অজিঙ্কা রাহানে – ১.৫ কোটি রুপি
১৩) অনুকূল রায় – ৪০ লক্ষ টাকা
১৪) মঈন আলি – ২ কোটি রুপি
১৫) ওমরান মালিক – ৭৫ লক্ষ টাকা
ধরে রাখা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা: রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার