Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeওডিআই বিশ্বকাপ ২০২৩ওডিআই বিশ্বকাপ ২০২৩: বিরাটের হতাশার মঞ্চে সফল রোহিত, ভাবাচ্ছে ব্যাটিং

ওডিআই বিশ্বকাপ ২০২৩: বিরাটের হতাশার মঞ্চে সফল রোহিত, ভাবাচ্ছে ব্যাটিং

অলস্পোর্ট ‌ডেস্ক: রবিবার লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। ওপেনিংয়ে যথারীতি রোহিত শর্মা এবং শুভমন গিল আসেন। কিন্তু এদিন খেলতে পারেননি গিল। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিও শূন্য রানে ডাক আউট হলেন। কোহলির এই আউটে লখনউয়ের একনা স্টেডিয়ামে ভিড় স্তব্ধ হয়ে যায় একমুহুর্তে। নয়টি বল খেলেন তারকা এবং একটি রানও করতে না পেরে ইংল্যান্ডের ডেভিড উইলির বলে উইকেট হারান। উইলির বল বুঝতে না পেরে কোহলি সম্পূর্ণরূপে ভুল শট খেলে ফেলেন। বেন স্টোকস ক্যাচ নিয়ে মাঠের বাইরে পাঠান বিরাটকে।  একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে খেলছিলেন এই তারকা ব্যাটসম্যান। কিন্তু এদিনে তাঁর উইকেট ভীষণ চাপে ফেলল দলকে।

ইংল্যান্ড বোলার ক্রিস ওকস মারাত্মক ফর্মে ছিলেন আজ। উইকেটে হ্যাটট্রিক করছেন তিনি। সবার প্রথমেই শুভমন গিলকে (৯ বলে ১৩) তিনি আউট করেন। এরপর শ্রেয়াস আইয়ার (৪ বলে ১২) এবং কেএল রাহুলকে (৩৯ বলে ৫৬) মাত দেন তিনি। যেখানে বড় বড় উইকেট হাতছাড়া হতে লাগল ভারতের, সেখানে একমাত্র ভরসার আশ্বাস জোগালেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ঠিক নিজের ছন্দে খেলে যাচ্ছিলেন। অর্ধ শতকের পর সেঞ্চুরির দিকে ভালই এগোচ্ছিলেন তিনি। তাঁকে সঙ্গ দেন সুর্যকুমার যাদব। কিন্তু শেষে শতরান আর করা হল না। ৮৭ রানের মাথায় একটি বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান অধিনায়ক। তবুও যেটুকু রা‌ন হয়েছিল তাতে করে আশঙ্কা আরও বাড়ছিল দলের। ২০০ রান তোলার মতোনও আশা ছিল না, কিন্তু এদিন ভারতীয় বোলারদের কৃতিত্ব যেমন বলে অসাধারণ ছিল, তেমন ব্যাট হাতেও শেষ সম্মানটুকু রক্ষা করল তাঁরাই। বোলার যশপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদবের সম্মিলিত ২৫ রান ২২৯-এর টার্গেটে ভারতকে পৌঁছাতে অনেকটা সাহায্য করল।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে গিয়েছে এবং সেমিফাইনালে যাওয়ার তাদের ক্ষীণ আশাকে আঁকড়ে ধরে এদিন লখনউয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল তাঁরা। কিন্ত ব্যর্থতা যেন তাদের পিছু ছাড়তে নারাজ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments